Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
March 28, 2024
Homeযুক্তরাষ্ট্রউইসকনসিনে জিতে বাইডেন আরও এগিয়ে গেলেন

উইসকনসিনে জিতে বাইডেন আরও এগিয়ে গেলেন

উইসকনসিনে জিতে বাইডেন আরও এগিয়ে গেলেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আরো এগিয়ে গেলেন জো বাইডেন। সুইং স্টেট হিসেবে পরিচিত উইসকনসিনেও তুলে নিয়েছেন জয়। এই রাজ্যে ইলেক্টোরাল ভোট ১০। সবমিলিয়ে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প থেকে বেশ এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

ফক্স নিউজ জানিয়েছে, পঞ্চাশটি অঙ্গরাজ্যের বেশিরভাগ ফলাফলে দেখা গেছে ৪৫১টি ইলেক্টোরালের মধ্যে ২৪৮ টি গেছে বাইডেনের ঘরে, ২১৪টি পেয়েছেন ট্রাম্প।

এর মধ্যে কেন্টাকি, ওকলাহোমা, টিনেসাস ও ওয়েস্ট ভার্জিনিয়াসজ ১৯টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। ২০১৬ সালেও এসব রাজ্যে জয় পেয়েছিলেন তিনি।

অন্যদিকে, নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ার, নিউ ইয়র্ক, রাজধানী ওয়াশিংটন ডিসিসহ ১৭টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন বাইডেন। এসব অঙ্গরাজ্যে ২০১৬ সালের নির্বাচনে জয় পেয়েছিলেন সে সময়ের ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। মিশিগানেও এগিয়ে বাইডেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের জন্য লড়েছেন প্রার্থী দু’জন। জয় পেতে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, অর্থাৎ ২৭০টি।

এদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফল নির্ধারক অঙ্গরাজ্যগুলোতে বাইডেন-ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রায় ২১ কোটি ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় ১০ কোটি ভোটার।❐

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment