Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
March 28, 2024
Homeএকুশেএকুশে আন্দোলনে এ সময়

একুশে আন্দোলনে এ সময়

একুশে আন্দোলনে এ সময়

১৯৫২ সালের এ সময়ে একুশে আন্দোলনের ডালপালা ছড়িয়ে যেতে থাকে সারা দেশে। এতে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রসমাজ। ঢাকার বাইরে সবচেয়ে বলিষ্ঠ আন্দোলন গড়ে ওঠে নারায়ণগঞ্জে। এছাড়া দেশের অন্যান্য জেলা ও মহকুমায়ও ছাত্ররা দলে দলে বাংলা ভাষার মর্যাদা রক্ষার অন্দোলনে রাস্তায় নেমে পড়েন।
 
একুশের দিনলিপি বইয়ে উল্লেখ করা হয়েছে, ১৯৫২ সালের এগারোই ফেব্রুয়ারি দিনটি একাধিক ঘটনার তাৎপর্যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একুশের কর্মসূচি পালন উপলক্ষে বিস্তারিত খবর ও নির্দেশ জানতে জেলা ও মহকুমা শহর থেকে দুই-একজন করে ছাত্র-যুব নেতা ঢাকায় আসছেন, ফেরত যাচ্ছেন।
 
চলছে এ রকম আসা-যাওয়া। আবার ঢাকা থেকে কখনও দূত, কখনও বার্তা যাচ্ছে কোনো কোনো জেলা শহরে। এক কথায় রাজনৈতিক কর্মকাণ্ড চলছে গোটা পূর্ববঙ্গজুড়ে। শীতের আমেজ বুঝি কেটে যায় রাজনৈতিক আবহাওয়ার উত্তাপে। পতাকা দিবস যত না অর্থ সংগ্রহের তাগিদে তার চেয়ে বেশি গণসংযোগের উদ্দেশ্যে। যেমন শহর ঢাকায়, তেমনি কোনও না কোনও শহরে।
 
এ কাজে যেমন যুবলীগের কর্মী তেমনি ছাত্রাবাসের তরুণ কর্মীদের দেখা গেছে বিশেষ তৎপরতায়। রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম এদিক থেকে বলা যায় মধ্যমণি। একুশ উপলক্ষে নারায়ণগঞ্জ পূর্বাপর উত্তাল। সেজন্য তাকে অভাবিত মাশুলও গুনতে হয়েছে। শামসুজ্জোহা, সফি হোসেন, মমতাজ বেগমসহ কয়েকজনের নেতৃত্বের গুণে একুশের ইতিহাসে নারায়ণগঞ্জ বিশিষ্টতায় লিপিবদ্ধ।
 
ঢাকার মতো এখানেও অল্পবয়সী ছাত্রছাত্রীরা একুশের প্রেক্ষাপট তৈরিতে স্কুল ছেড়ে পথে নেমেছে। মিছিলে স্লোগানে ব্যস্ত সময় কাটিয়েছে। এক অদ্ভুত আবেগ তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের রাজনৈতিক যোগাযোগ বরাবরই নিবিড়। ব্রিটিশ শাসনামল পেরিয়ে পাকিস্তানেও তা একই রকম।
 
ঢাকা জেলার অন্য দুই মহকুমা শহর মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জের তুলনায় নারায়ণগঞ্জ অতিমাত্রায় রাজনীতি সচেতন। তাই এখানে একুশ উপলক্ষে পোস্টার, ব্যানার ও দেয়াললিপির রক্তিম বর্ণমালা ডাক পাঠাচ্ছে ছাত্রছাত্রী, তরুণ বা যুবা, সর্বোপরি জনতার উদ্দেশ্যে; সামনেই একুশে ফেব্রুয়ারি। নারায়ণগঞ্জের বিশেষ খ্যাতি শ্রমিক অঞ্চল হিসেবে।
 
নানা পেশার শ্রমজীবী মানুষ এখানে কর্মরত। একুশের নেতৃত্বসহ সংশ্লিষ্টদের প্রত্যাশা- এখানকার শ্রমজীবী মানুষ একুশের ডাকে ছাত্রদের পাশে এসে দাঁড়াবে। সেই প্রত্যাশা মিথ্যা হয়নি। একুশের প্রতিবাদী পাথর এখানে দ্রুতই গড়াতে শুরু করে।
 
শুধু নারায়ণগঞ্জ নয়, ছাত্রদের ডাকে একুশকে সফল করে তুলতে দেখা গেল শহরে-শহরে, গ্রামে-গঞ্জে শিক্ষায়তন ঘিরে ছাত্রসমাজের প্রতিবাদী কর্মসূচির প্রস্তুতি। বেলতলার আহ্বান আর সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের তাতে সমর্থন বৃথা যায় নি।
 
একেকটি দিন যাচ্ছে আর প্রতিবাদী চিন্তার সাংগঠনিক প্রস্তুতি চলছে সুদূর রাজশাহী, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে দক্ষিণে বন্দরনগরী চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, ফরিদপুর, খুলনা এবং উত্তর-পূর্বে সিলেট, ময়মনসিংহ, গারো পাহাড়ের হাজং এলাকা, মধ্যখানে কুমিল্লা এবং যশোর, বগুড়া, পাবনা- সর্বত্র এক ধরনের ছাত্র-গণজাগরণ।
 
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment