Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
March 29, 2024
Homeনিউ ইয়র্কএনওয়াইপিডি কমিশনার গাঁজা বৈধকরণ নিয়ে উদ্বিগ্ন

এনওয়াইপিডি কমিশনার গাঁজা বৈধকরণ নিয়ে উদ্বিগ্ন

এনওয়াইপিডি কমিশনার গাঁজা বৈধকরণ নিয়ে উদ্বিগ্ন

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার ডারমট শ্য গাঁজার প্রকাশ্য বৈধকরণ নিয়ে উদ্বিগ্ন।

বুধবার এনওয়াইপিডি কমিশনার ডারমট শ্য প্রকাশ্যে গাঁজা সেবনের অনুমতি প্রসঙ্গে তার উদ্বেগ জানিয়ে বলেন, নিউ ইয়র্কে গাঁজা বৈধকরণ পুলিশিং এবং দৈনন্দিন জীবনযাত্রার ওপর ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ ঘটাবে।

কমিশনার ডারমট শ্য বলেন, ‘আশা করি আমার কোথাও কিছু একটা বুঝতে ভুল হচ্ছে, কিন্তু আসলে সত্যি সত্যিই গাঁজাকে প্রকাশ্যে সেবনের বৈধতা দেওয়া হচ্ছে। অন্য রাজ্যগুলোয় যেটা হয়েছে, কিন্তু এখানে একেবারেই ভিন্নতর কিছু ঘটতে যাচ্ছে। অন্য রাজ্যগুলোয় গাঁজা বৈধ করা হলেও প্রকাশ্যে গাঁজা সেবন অবৈধ।’

গভর্নর কুমো বুধবার প্রাপ্তবয়স্কদের গাঁজা ব্যবহার বৈধকরণ আইনে স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার সিনেট এবং অ্যাসেম্বলির পাস করা এই বিলের মাধ্যমে নিয়ন্ত্রিত দ্রব্য তালিকা থেকে গাঁজার নামটি সরিয়ে দেওয়া হয় এবং ২১ বছর বয়স থেকে বিনোদনমূলক গাঁজা সেবনকে বৈধতা দিয়ে, কর ব্যবস্থার অন্তর্ভুক্ত করে, মান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গ্রহণ করে। গাঁজাকয়ে অপরাধের তালিকা থেকে মুছে ফেলা হচ্ছে।

কর রাজস্বের একটা বড় অংশ কমিউনিটি পুনর্বাসন এবং সাজা পাওয়া গাঁজাসেবী সংখ্যালঘুদের সামাজিক সমতার জন্য ব্যয় করা হবে।

শ্য বলেন, ‘এনওয়াইপিডি ফিল্ড প্রকাশ্যে গাঁজা সেবন বিষয়ে সাধারণ মানুষের হাজার হাজার অভিযোগ পেয়েছে।’

‘এখন থেকে এটা আর পুলিশি কোনো ব্যাপার নয়, এটাই ঝামেলা’, শ্য বলেন, ‘এখন যখন কোনো বাসিন্দা ফোন করে বলবে যে আমার বাসা বা অ্যাপার্টমেন্টের সামনে কারা যেন গাঁজা সেবন করছে অথবা কেউ যখন তার বাচ্চাদের বিভিন্ন নির্দিষ্ট রাস্তায় প্যারেড করতে নিয়ে গিয়ে সেখানে কিছু লোককে গাঁজা সেবন করতে দেখে ফোনে নালিশ জানাবে, আমি জানি না তখন আমরা তাদের কীভাবে সাহায্য করব।’

‘এটা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন’, শ্য আরও বলেন, যে কোনো নতুন আইন পাস করার পরে তা থেকে উদ্ভূত যে কোনো ধরনের অনাকাঙিক্ষত পরিণতি নিয়ে দুশ্চিন্তা থেকেই যায়। কোনো সন্দেহ নেই যে তারা এটাকে সঠিক কাজ বলে মনে করছেন। তবে উপরোক্ত কিছু কিছু বিষয় নিয়ে আমি এবং নিউ ইয়র্ক অধিবাসীরা উদ্বিগ্ন।

শ্য বলেন, ‘রাজ্য বিধায়কদের উচিত ছিল অন্য রাজ্যগুলোকয়ে অনুসরণ করে প্রকাশ্যে গাঁজা সেবনকে অবৈধ রাখা।’
‘এটা এমন একটা অবস্থা যেখানে সাধারণ ধুমপান করাকেই ভ্রুকুটি নিয়ে দেখা হয় সেখানে এটাকে কীভাবে গ্রহণ করা হবে কে জানে।’

বুধবার প্রাপ্তবয়স্কদের গাঁজা বৈধকরণ বিষয়ে মেয়র ডি ব্লেসিও শ্য’র দুশ্চিন্তার ধারেকাছেও না গিয়ে বলেছেন, ‘একটা ন্যায়সঙ্গত কর্মসূচি, যা অপরাধীকরণে ক্ষতিগ্রস্ত কৃষ্ণাঙ্গ কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখবে।’

ব্লেসিও তার বিবৃতিতে বলেন, ‘আমাদের অজস্র প্রচেষ্টা এই আইনের বৈধতায় সফল হতে চলেছে। এর ফলে, অন্যায়ভাবে অপরাধী সাব্যস্তদের জন্য লাইসেন্স, পূর্ববর্তী গাঁজা সেবনের দায়ে অভিযুক্তদের অপরাধ বাতিল করে নতুনভাবে সামাজিক সমতার উদ্যোগ গ্রহণ করে কমিউনিটিগুলোকে সাহায্য করবে।’❐

এনওয়াই ডেইলি নিউজ অবলম্বনে

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment