Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
March 28, 2024
Homeআঞ্চলিকগাইবান্ধায় পিটিয়ে মারা হয়েছে বিরল প্রজাতির হনুমান

গাইবান্ধায় পিটিয়ে মারা হয়েছে বিরল প্রজাতির হনুমান

গাইবান্ধায় পিটিয়ে মারা হয়েছে বিরল প্রজাতির হনুমান

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় বেধরক পিটিয়ে মেরে ফেলা হয়েছে বিরল প্রজাতির একটি হনুমান। ৯ জানুয়ারী শনিবার গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বিরল প্রজাতির এ হনুমানটি ৭ জানুয়ারি শুক্রবার প্রথম গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের বারুইপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমান মাস্টারের বাড়ির পাশের গাছে থাকত। উৎসুক জনতা তার ওপর আক্রমণ চালায়। জীবনের ভয়ে গাছে চড়ে বসে। এসময় স্থানীয় শিশু কিশোররা হনুমানটিকে ধাওয়া করলে সন্ধ্যা পর্যন্ত বারবার স্থান পরিবর্তন করতে থাকে।

স্থানীয়রা হনুমানটিকে উদ্ধারে প্রাণিসম্পদ বিভাগ ও বনবিভাগের কর্মকর্তারা এগিয়ে আসবেন এমনটি আশা করেছিলেন।

পরদিন শনিবার দুপুরে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালীবাড়ী গ্রামের একটি বেগুন ক্ষেতে হনুমানটি আশ্রয় নেয়। এসময় গ্রামের শিশু কিশোরদের পিটুনিতে হনুমানটি মারাত্বক আহত হয়। পরে গ্রামবাসী পশু চিকিৎসক ডেকে এনে আহত হনুমানটির চিকিৎসা দিলেও বাঁচানো যায় নি বিরল প্রজাতির হনুমানটিকে। ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী জেলা থেকে হনুমানটি পণ্যবাহী ট্রাকে চড়ে এ জেলায় এসেছিল।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল ইসলাম সাংবাদিকদের বলেন, এই ঘটনা খুবই দুঃখজনক এবং হতাশার। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি আমাদেরকে জানালে হনুমানটি উদ্ধার করে বনবিভাগের মাধ্যমে দিনাজপুর সংরক্ষিত বনে অবমুক্ত করা যেত।❐

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment