Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
March 28, 2024
Homeপ্রবাসজেবিএফএস সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিনের বাবা মারা গেছেন

জেবিএফএস সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিনের বাবা মারা গেছেন

জেবিএফএস সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিনের বাবা মারা গেছেন

নিউ ইয়র্কে বাংলাদেশি সংগঠক ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির (জেবিএফএস) সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন রাসেলের বাবা সৈয়দ আমিনুল ইসলাম ঢাকায় মারা গেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

গতকাল সকাল সাড়ে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আমিনুল ইসলাম মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।

তার মৃত্যুতে ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তা ও সদস্য সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

সৈয়দ আল আমিন রাসেল জানান, তারা পাঁচ ভাইয়ের মধ্যে দুই ভাই নিউ ইয়র্কে এবং অপর তিন ভাই বাংলাদেশে বসবাস করেন। তার পিতা সৈয়দ আমিনুল ইসলাম নিউ ইয়র্কে যাতায়াত করলেও মহামারী করোনাভাইরাস পরিস্থিতির আগেই নিউ ইয়র্ক ছেড়ে বাংলাদেশে চলে যান এবং দেশে সমাজ সেবায় আত্মনিয়োগ করেন।

এর আগে তিনিসহ তার পরিবারের একাধিক সদস্যের মাঝে কভিড-১৯ পজেটিভ দেখা দেয়। অতি সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে ইনটেসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।।

তার মরদেহ ঢাকা থেকে বাগেরহাটজেলার ফকিরহাট উপজেলায় নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে জানাজা শেষে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দাফন করা হয়।

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির (জেবিএফএস) সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন রাসেল ও তার শোকাভিভূত পরিবারকে রূপসী বাংলা পত্রিকা ও রূপসী বাংলা গ্রুপ আন্তরিক সমবেদনা জানাচ্ছে।❐

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment