Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
March 29, 2024
Homeপ্রবাসটাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু

টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু

টাইমস স্কয়ারের বিলবোর্ডে বঙ্গবন্ধু

তোফাজ্জল লিটন, নিউ ইয়র্ক থেকে:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম দেখা যাচ্ছে টাইমস স্কয়ারের আইকনিক বিলবোর্ডে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রস্থলে এই আয়োজনটি করেছে নিউইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশন।

উদ্যোক্তা ফাহিম ফিরোজ বলেন, জাতীয় শোক দিবসের এই দিনে বঙ্গবন্ধুর জীবন এবং সংগ্রামকে সারা পৃথিবীর মানুষের সামনে আমরা তুলে ধরতে পারছি। এ আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন।

১৫ আগস্ট রাত ১২টা থেকে আগামী ২৪ ঘণ্টা বিরতি দিয়ে তিন ঘণ্টা দেখানো হবে জাতির পিতার আন্দোলন-সংগ্রামের নানা দিক।

ফাহিম ফিরোজ আরও বলেন, পুরো বিলবোর্ডজুড়ে দেখা যাবে জাতির পিতার ছবি। ২৪ ঘণ্টায় প্রতি ২ মিনিটে ১৫ সেকেন্ড করে পুরো বিলবোর্ডজুড়ে এই প্রদর্শনী চলবে ৭২০ বার। প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অংশবিশেষসহ স্মরণীয় কিছু ছবি ও ক্যাপশন।

বিশ্বের মানুষের সামনে বঙ্গবন্ধুকে উপস্থাপনের এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত রাবাব ফাতেমা। আওয়ামী লীগের নেতাকর্মী, সাংস্কৃতিক সংগঠনের সহস্র প্রবাসী বাঙালি মানুষ উপস্থিত ছিলেন এই শোক যাপনে।

প্রতিদিন বিভিন্ন দেশের লাখো মানুষ জড়ো হয় টাইমস স্কয়ারে। জাতীয় শোক দিবসে বিশ্ববাসীর সামনে বঙ্গবন্ধুর আত্মত্যাগ, বীরত্বগাঁথা তুলে ধরা হয়েছে এভাবে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment