Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
March 28, 2024
Homeভারতপরবর্তী কোন্‌ পদক্ষেপ নিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী?

পরবর্তী কোন্‌ পদক্ষেপ নিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী?

পরবর্তী কোন্‌ পদক্ষেপ নিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী?

অযোধ্যার বিতর্কিত ভূমিতে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর নির্মাণের মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছেন। রামমন্দির ছাড়াও কাশ্মীর ইস্যুতে দেশে ও দেশের বাইরে মোদি ব্যাপক সমালোচিত হলেও, একই ইস্যুতে আবার তার জনপ্রিয়তাও বেড়েছে বলে মনে করে রয়টার্স।

তবে মোদির সামনে আরও অনেক নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ও বেকার জনগোষ্ঠীকে অর্থনীতির মধ্যে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা মোদির জন্য বড় চ্যালেঞ্জ। চীনের সঙ্গে বিবাদের ফলে ভারতে চীনা বিনিয়োগ হুমকির মুখে।

রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ভারতে জাতীয়তাবাদী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এখন প্রশ্ন হচ্ছে মোদির এই বিজয় অব্যাহত রাখতে পরবর্তী কোন্‌ পদক্ষেপ নিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, যা আগামী নির্বাচন তাকে জয়ী হতে সাহায্য করবে।

বিশ্লেষকরা বলছেন, রামমন্দিরের বিজয়কে কাজে লাগিয়ে মোদি ভারতের সাংস্কৃতিক ও সামাজিক জীবনে নতুন এক মূল্যবোধের সূচনা করতে পারেন, যা অনেক বিতর্কের জন্ম দিলেও জনগণের একাংশের সমর্থন পাবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্বাস করে, মন্দির ইস্যুতে কংগ্রেসসহ অন্য রাজনৈতিক দলগুলো যা পারে নি তা করে দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি।

আরএসএসের এক মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আরএসএসের জন্য মন্দির ইস্যু কোনও কৌশল নয়। রামের জন্মস্থান নিয়ে কোনও রাজনীতি হতে পারে না। ভারতীয় সংস্কৃতির গভীরের অংশ এটা।’

আরএসএস ভারতের অন্য অংশেও এমন মন্দিরকেন্দ্রিক ইস্যুগুলোকে এগিয়ে আনবে কি না, সে বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায় নি।

তবে সংস্থাটির প্রধান মোহন ভগবত মনে করেন, মন্দির সংক্রান্ত ইস্যুতে আরএসএস সক্রিয় কোনও ভূমিকা বা পদক্ষেপ নেবে না।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মোদিকে বলতে শোনা যায়, ‘সারা দেশ আজ রামময়। সর্বত্র রামনাম ধ্বনি। এই মন্দির হবে ভারতীয় সংস্কৃতির আধুনিকতম প্রতীক। রাষ্ট্রীয় ভাবনার প্রতিফলন ঘটবে এর মধ্য দিয়ে। সারা পৃথিবীর মানুষ আসবে এই মিলনস্থলে। এই মন্দিরের মাধ্যমে অতীতের সঙ্গে বর্তমান ও ভবিষ্যতের মেলবন্ধন ঘটবে।’

এতে নতুন করে টানাপড়েন সৃষ্টি হতে পারে। এমন অবস্থায় অর্থনৈতিক দৈন্য উদ্ধারে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনও তৃতীয় দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়ন হতে পারে মোদির পরবর্তী পদক্ষেপ।❐

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment