Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
April 19, 2024
Homeআন্তর্জাতিকমৃত্যুর হিসেবে চীনকে অতিক্রম করল স্পেন

মৃত্যুর হিসেবে চীনকে অতিক্রম করল স্পেন

মৃত্যুর হিসেবে চীনকে অতিক্রম করল স্পেন

করোনাভাইরাসে মৃত্যুর হিসেবে চীনকে ছাড়িয়ে গেল স্পেন। ইউরোপের এ দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে। চীনে এ পর্যন্ত ৩২৮৭ জন মারা গেছেন।
 
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ইনডেপেনডেন্ট বুধবার এক প্রতিবেদনে জানায়, স্পেনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একদিনে ৭৩৮ জনের মৃত্যু হয়েছে।
 
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরই স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়ায় ৬ হাজার ৮০০ জনে।
 
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একদিনে আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্পেনের কর্তৃপক্ষ ইতিমধ্যেই দেশটির রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অস্থায়ী হাসপাতাল প্রস্তুত করেছে।
 
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে স্পেন। হাসপাতাল কর্মীদের সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কারের নেতা জাভিয়ার গার্সিয়া স্থানীয় দৈনিক এল মুন্ডকে বলেন, হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডগুলোর ধারণক্ষমতার চেয়ে তিনগুণ বেশি রোগী ভর্তি রয়েছে।
 
জনস হপকিংস ইউনিভার্সিটির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা ১৯ হাজারের বেশি।
 
আর এতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৫ হাজার মানুষ, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১০ হাজার জন।
 
এর মধ্যে চীনে নতুন করে ৪ জনের মৃত্যু হওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৮১ জনে। ♦
 
 
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment