Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
March 28, 2024
Homeআন্তর্জাতিক১০ উইকেটে পরাজিত ভারত

১০ উইকেটে পরাজিত ভারত

১০ উইকেটে পরাজিত ভারত

ভারতের মাটিতে এসে ওয়ানডেতেও বিধ্বংসী হয়ে উঠল অস্ট্রেলিয়া। মঙ্গলবার ভারতের মাঠে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া।

টস হেরে প্রথমে ব্যাট করে ৪৯.১ ওভারে ২৫৫ রানে অলআউট হয় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।

জবাবে ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ওভারের ৭৪ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা।
দুটা সেঞ্চুরি অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারোন ফিঞ্চের  ব্যাটে। জয়ের জন্য ২৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেটই হারায় নি অস্ট্রেলিয়া দল। বিনা উইকেটেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়ার্নার-ফিঞ্চরা। তাও মাত্র ৩৭.৪ ওভারে (৭৪ বল হাতে রেখে)।
১১২ বলে ১২৮ রানে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার। ১৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। এটা আবার তার ওয়ানডে ক্যারিয়ারে ১৮তম সেঞ্চুরি। দুর্দান্ত এই ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। অসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ অপরাজিত থাকেন ১১৪ বলে ১১০ রান করে। তার ইনিংসে ১৩টি বাউন্ডারির সঙ্গে ছিল ২টি ছক্কার মার।
কেবল শেখর ধাওয়ানই দাঁড়াতে পেরেছিলেন অস্ট্রেলিয়ান  বোলারদের সামনে। ৯১ বলে ৭৪ রান তোলেন শেখর। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন লোকেশ রাহুল।
প্রসঙ্গত, ২০০৫ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে কোলকাতার ইডেন গার্ডেন্সে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় গ্রাহাম স্মিথের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা।

সেই ম্যাচেও টস হেরে প্রথমে ব্যাট করে শন পোলক ও আন্দ্রে হেলের গতির মুখে পড়ে ৪৫.৫ ওভারে ১৮৮ রানে অলআউট হয় স্বাগতিক ভারত। টার্গেট তাড়া করতে নেমে স্মিথের সেঞ্চুরিতে ৮৫ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় পায় সফরকারী দক্ষিণ আফ্রিকা।

এ নিয়ে ওয়ানডে ক্রিকেটে পাঁচবার ১০ উইকেটে হেরে গেল ভারত।
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment