কাবুলে পাকিস্তান দূতাবাসে হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ শুক্রবার পাকিস্তানের দূতাবাসে গুলি হামলার ঘটনা ঘটেছে। এতে এক নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলাকে দূতাবাসের প্রধানকে লক্ষ্য করে হত্যাপ্রচেষ্টা বলে উল্লেখ করেছেন। খবর এনডিটিভির।
পাক প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় বলেছেন, আমি এই জঘন্য কাজের দ্রুত তদন্ত এবং অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। পাকিস্তান আফগানিস্তানকে এখন পর্যন্ত স্বীকৃতি না দিলেও দেশটিতে দূতাবাস চালু রেখেছে।
দূতাবাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, এক হামলাকারী বাড়ির আড়ালে এসে গুলি চালাতে শুরু করে। তিনি আরও বলেছেন, রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মীরা নিরাপদে আছেন। তবে আমরা সতর্কতা হিসেবে দূতাবাস ভবনের বাইরে যাচ্ছি না।
তবে এই হামলার পেছনে কারা দায়ী তা নিয়ে এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। এছাড়া তালেবান কর্তৃপক্ষও এই নিয়ে কিছু বলেনি।
I strongly condemn dastardly assassination attempt on 🇵🇰 Head of Mission, Kabul. Salute to brave security guard, who took bullet to save his life. Prayers for the swift recovery of security guard. I
demand immediate investigation & action against perpetrators of this heinous act— Shehbaz Sharif (@CMShehbaz) December 2, 2022