জাপানে জন্মহার বাড়াতে নতুন উদ্যোগ
জাপানে নিম্ন জন্মহার ক্রমান্বয়ে আরও কমছে। এ জন্মহার বাড়াতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে জাপান সরকারকে। সন্তান নিতে উৎসাহিত করতে নানা সুযোগ সুবিধা দেয় সরকার।
এর মধ্যে আছে একটি তহবিল। ওই তহবিল থেকে একটি শিশু জন্মের জন্য তার পরিবার ৪ লাখ ২০ হাজার ইয়েন পায়।
এটি বাড়িয়ে ৫ লাখ ইয়েন করতে চায় জাপান সরকার।
জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রী কাৎসুনোবো কাতো তহবিল বাড়িয়ে ৫ লাখ করার বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে সাক্ষাৎ করেছেন।
জাপান টুডে