নতুন বছরে করোনা ‘হেলথ ইমার্জেন্সি’ থাকবে না, প্রত্যাশা ডব্লিউএইচওর
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রত্যাশা করছে, আগামী বছর ( ২০২৩) থেকে করোনা আর মহামারি পর্যায়ে থাকবে না। বৃহস্পতিবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এই আশার কথা জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, শুরুর দিকে করোনার যে পরিস্থিতি ছিল, এখন তেমনটি নেই। দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কম। বিশ্বের অনেক দেশ সফলভাবে গণটিকা কর্মসূচি পরিচালনা করেছে। করোনার মুখে খাওয়ার ওষুধও এখন উন্নত দেশগুলোর ওষুধের দোকানে সহজলভ্য। এসব বিষয় বিবেচনায় আমরা মনে করছি, ২০২৩ সালে করোনা আর মহামারি পর্যায়ের রোগ থাকবে না।
সংবাদ সম্মেলনে বলা হয়, করোনায় বিশ্বে সাপ্তাহিক মৃত্যুহার এখন পঞ্চম কম অবস্থানে। গত সপ্তাহে ১০ হাজারের কম মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু এই সংখ্যাও অনেক বেশি। এ সময় তিনি বলেন, আমরা অনেক পথ অতিক্রম করেছি। এখন আশাবাদী যে, আগামী বছরের কোনো একটা পর্যায়ে আমরা বলতে সক্ষম হবো, কোভিড- ১৯ আর বিশ্ব জরুরি কোনো স্বাস্থ্য পরিস্থিতি নয়।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৭১১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৬ লাখ ৬৫ হাজার ৬২১ জনের।