Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 22, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকনাইজেরিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন বোলা টিনুবু

নাইজেরিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন বোলা টিনুবু

নাইজেরিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন বোলা টিনুবু

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন দেশটির ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা আহমেদ টিনুবু। দেশটির নির্বাচন কমিশন আইএনইসি বুধবার টিনুবুকে বিজয়ী ঘোষণা করেছে। আল-জাজিরা জানায়, বিরোধীদের পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দল অল প্রোগ্রেসিভ কংগ্রেসের নেতা টিনুবু।

৭০ বছর বয়সী রাজনীতিক টিনুবু মোট ভোটের ৩৭ শতাংশ পেয়েছেন। তার দুই প্রতিদ্বন্দ্বী পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) আতিকু আবুবাকার পেয়েছেন ২৯ শতাংশ ভোট। আর লেবার পার্টির পিটার ওবির বাক্সে গেছে ২৫ শতাংশ ভোট।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে গত ২৫ ফেব্রুয়ারি ভোট গ্রহণ সম্পন্ন হয়। তবে ভোট গ্রহণের ত্রুটির কারণে দেশের কয়েকটি এলাকায় গত রোববার পর্যন্ত ভোট নেয়া হয়। আফ্রিকার বৃহত্তম এই গণতান্ত্রিক দেশটিতে প্রায় ৯ কোটি মানুষ নির্বাচনে ভোট দেন।

সরকারি ফলাফল অনুযায়ী টিনুবু মোট ৮৭ লাখ ৯৪ হাজার ৭২৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) আতিকু আবুবাকারকে পরাজিত করেছেন। আতিকু আবুবাকার ভোট পেয়েছেন ৬৯ লাখ ৮৪ হাজার ৫২০।

নাইজেরিয়ার অর্থনৈতিক রাজধানী লাগোসের দুবারের গভর্নর, বোলা টিনুবুকে রাজ্যের রাজস্ব আয় বাড়ানোর কৃতিত্ব দেয়া হয়। তার সমর্থকরা বলছেন একই ধরনের কৃতিত্ব তিনি জাতীয় পর্যায়েও দেখাতে সক্ষম হবেন।

বোলা টিনুবু নাইজেরিয়ার অন্যতম ধনী রাজনীতিবিদ। ‘এবার আমার পালা’ স্লোগানে প্রেসিডেন্ট পদে প্রচারণা চালিয়েছিলেন বোলা। নিজ শহর লাগোসে অপেক্ষাকৃত নবীন প্রার্থী ওবির কাছে পরাজিত হলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশির ভাগ এলাকায় জিতেছেন টিনুবু, যেখানে তিনি ‘রাজনৈতিক গডফাদার’ হিসেবে পরিচিত।

বিরোধী দলগুলো এই নির্বাচনের ফলাফল এখনো মেনে নেয়নি। এই নির্বাচনে প্রহসন হয়েছে বলে অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি করেছে তারা। তবে নতুন প্রেসিডেন্ট বোলাকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদু বুহারি। সেই সঙ্গে নির্বাচনের ফলাফল মেনে নিতে বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

নির্বাচন নিয়ে বিরোধীদের আদালতে যাওয়ার অধিকার রয়েছে মন্তব্য করে টিনুবু বলেন, নির্বাচনে অনিয়ম হলেও তার সংখ্যা এতটাই কম যে তা নির্বাচনের ফল বদলাতে তেমন কোনো ভূমিকা রাখতে পারবে বলে মনে হয় না।

শপথ নিলে টিনুবু বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির স্থলাভিষিক্ত হবেন। দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা বুহারির সময়কার অর্থনৈতিক স্থবিরতা এবং নিরাপত্তাব্যবস্থার অবনতি মোকাবিলাই টিনুবুর প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment