পাক দূতাবাসে হামলায় জড়িতদের হত্যার দাবি আফগানিস্তানের
আফগানিস্তানে পাক দূতাবাসে হামলায় জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ইসলামিক স্টেট জঙ্গীদের একটি অভিযানে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন আফগান মুখপাত্র জুবাইদুল্লাহ মুজাহিদ। বৃহস্পতিবার তিনি স্থানীয় একটি গণমাধ্যমকে এসব তথ্য জানান। খবর দ্য ডনের।
২ ডিসেম্বর পাকিস্তানের রাষ্ট্রদূত ওবায়দুর রহমান নিজামিকে লক্ষ্য করে এ হামলা চালায় জঙ্গীরা। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরে এ হামলার দায় স্বীকার করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ইসলামিক স্টেট গ্রুপের খোরশান চ্যাপ্টার-আইএসকে। তারা জানায়, পাকিস্তানি রাষ্ট্রদূতকে লক্ষ্য করেই এ হামলা চালোনো হয়েছিল।
এ ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আফগান কর্তৃপক্ষের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখছে এবং ঘটনার সঠিক তদ্ন্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জুবাইদুল্লাহ মুজাহিদ বলেন, আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দূতাবাসে হামলায় জড়িত জঙ্গীদেরহত্যা করেছে। পাকিস্তান দূতাবাসের পাশেই একটি হোটলে ঘটনার সময় বেশ কিছু চীন নাগিরিক অবস্থান করছিলেন। এ হামলার ঘটনার ১০ দিন পর বেইজিং দাবি করে, বোমা হামলা ও গুলিতে তাদের ১০ নাগরিক আহত হয়েছে। পরে নিরাপত্তা ঝুঁকি থাকায় নাগরিকদের আফগানিস্তান ত্যাগ করে নিরাপদ স্থানে যেতে পরামর্শ দেয় চীন।
অভিযানে নিহত জঙ্গিরাও কাবুলের একটি সামরিক বিমানঘাঁটির কাছে বোমা হামলার সঙ্গে জড়িত ছিল বলেও নিশ্চিত করেছেন আফগান সরকারের এ মুখপাত্র । তিনি বলেন, অন্য প্রদেশেও জঙ্গীদের বিরুদ্ধে একই ধরনের অভিযান চালানো হয়েছিল।