প্রগ্রেসিভ ফোরাম ইউএসএর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
সংগঠনটি জানায়, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মামাস রেষ্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত অমর একুশের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বিজ্ঞানী ড. নজরুল ইসলাম। সংগঠনের সভাপতি হাফিজুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি খোরশেদুল ইসলাম, অধ্যাপক হুসনে আরা বেগম, সাবেক ছাত্রনেতা জুলফিকার হোসেন বকুল, সংগঠনের সহ-সভাপতি জাকির হোসেন বাচ্চু, সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহমেদ শাম্মু ও শহীদ উদ্দিন, সংবাদকর্মী আদিত্য শাহীন প্রমূখ। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ও সহ-সাধারণ সম্পাদক হিরো চৌধুরী।
প্রধান অতিথির ভাষণে নজরুল ইসলাম বলেন, বাংলাদেমে ধণিক শ্রেণীর ইংরেজী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং আম-জনতার সন্তানদের জন্য সাধারণ শিক্ষা ব্যবস্থা চালু আছে। যতদিন পর্যন্ত বাংলাদেশে সবার জন্য বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করা যাবে না, ততদিন আমাদের বাংলা ভাষার ব্যবহার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না।
অন্যান্য বক্তারা বলেন, প্রবাসে আমাদের নতুন প্রজন্মের সন্তানদের আমাদের গৌরমময় ভাষা-সাহিত্য-সংস্কৃতি চর্চার সাথে সাথে আমেরিকার মূলধারার সাথে সম্পৃক্ত করতে হবে। তাদেরকে বাঙালির শেকড়ের সাথে যুক্ত রেখে, এদেশের সংস্কৃতির সাথে যোগসুত্র স্থাপনের সুযোগ করে দিতে হবে।
গাইবান্ধা সোসাইটির সদস্য দুলাল সরকার, রেজা রহমান, দীলিপ মোদক, মাহফুজ তুহিন, মুক্তি সরকার, চামেলি গোমেজ গণসংগীত পরিবেশন করেন। এ ছাড়াও স্বরচিত কবিতা পাঠ ও কবিতা আবৃত্তি করেন আতিয়া সীমা, নিলভানা লিপি, সবুক্তগিন সাকী ও গোলাম মর্তুজা।