সেনাপ্রধান আমায় শত্রু ভাবেন: ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের স্বার্থে তিনি সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বলতে প্রস্তুত আছেন। ইমরান অবশ্য আক্ষেপ করে জানান, সেনাপ্রধান তাকে স্পষ্টত শত্রু বলে মনে করছেন।
পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, লাহোরে নিজের বাসভবনে গত শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন ইমরান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান জানান, তিনি কারও সামনে মাথা নিচু করবেন না। কেউ যদি তার সঙ্গে কথা বলতে না চায় তাহলে তার কিছুই করার নেই। এসময় ইমরান তার বিরুদ্ধে অন্তত একটি হলেও দুর্নীতির প্রমাণ দিতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি আহ্বান জানান।
ইমরান সাংবাদিকদের কাছে আবারও সাবেক সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়ার প্রবল সমালোচনা করেন। তিনি দাবি করেন, বাজওয়া তাকে পেছন থেকে ছুরি মেরেছেন। তিনি বাজওয়ার সামরিক আদালতে বিচার দাবি করেন।
নানা নাটকীয়তার পর গত বছরের এপ্রিলে ক্ষমতা হারান ইমরান। এর পর থেকেই সাবেক সেনাপ্রধান বাজওয়ার সঙ্গে তার সম্পর্কের ফাটল স্পষ্ট হতে শুরু করে।
এদিকে ইমরানের বিরুদ্ধে গত মঙ্গলবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের একটি দায়রা আদালত। তোশাখানা মামলার শুনানিতে টানা অনুপস্থিতির কারণে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
দ্য ডন জানায়, আদালতের এই আদেশের কয়েক ঘণ্টা আগেই নিষিদ্ধ তহবিল এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় জামিন পেয়েছিলেন ইমরান।
তোশাখানা মামলায় শনিবার ইসলামাবাদের আদালতে ইমরানের হাজিরা দেয়ার কথা ছিল। তবে ইমরানের আইনজীবী জানান, তার মক্কেলের আরও কয়েকটি মামলায় অন্য আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। এ কারণে তিনি শুনানি পিছিয়ে দিতে ইসলামাবাদের আদালতের কাছে অনুরোধ জানান। এর প্রেক্ষিতে আগামী ৭ মার্চ পরবর্তী শুনানির তারিখ ঠিক করেন বিচারক। এর আগেও এই মামলায় আদালতে দুইবার শুনানি পেছানো হয়েছিল।