Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 21, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকআইএমএফের ঋণ পাচ্ছে পাকিস্তান

আইএমএফের ঋণ পাচ্ছে পাকিস্তান

আইএমএফের ঋণ পাচ্ছে পাকিস্তান

অবশেষে পাকিস্তানকে ৩০০ কোটি ডলারের বেইলআউট অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। আর্থিক সংকটে নাকাল পাকিস্তান এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এর মধ্যে সহসাই তাদেরকে প্রায় ১২০ কোটি ডলার দেবে আইএমএফ। বাকি অর্থ দেবে পরের ৯ মাসে। দক্ষিণ এশিয়ার এই দেশটি ঋণখেলাপি হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এমনকি সামনের মাসগুলোর জন্য আমদানি করতে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভও ছিল না। এ অবস্থায় পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। আর সর্বশেষ ঋণ অনুমোদন দিল আইএমএফ। একে পাকিস্তানের অর্থনীতিকে স্থিতিশীল করার ক্ষেত্রে বিরাট এক পদক্ষেপ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলেছেন, এর ফলে মধ্যম-মেয়াদী অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো তাৎক্ষণিকভাবে কাটিয়ে উঠতে সক্ষম হবে পাকিস্তান।

ফলে তাতে পরবর্তী সরকার আর্থিক ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

আর্থিক এই ঋণ নিয়ে টানা আট মাস ধরে আইএমএফের সঙ্গে চলে পাকিস্তানের দেনদরবার। এ সময়ে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। ঋণদাতাদের পাওনা পরিশোধ করতে অক্ষমতায় পৌঁছে গিয়েছিল প্রায়। এ অবস্থায় মঙ্গলবার সৌদি আরব পাকিস্তানকে দিয়েছে ২০০ কোটি ডলার। এ ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী ইসহাক দার। বুধবার তিনি বলেছেন, সংযুক্ত আরব আমিরাত দিয়েছে ১০০ কোটি ডলার।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment