আটলান্টায় বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
জর্জিয়া প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের আটলান্টা বাংলাদেশ এনভাইরনম্যান্ট নেটওয়ার্ক (বেন) সাউদারণ ইউ এস চ্যাপ্টারের উদ্যোগে ‘বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি (শনিবার) জর্জিয়া রাজ্যের আটলান্টায় কেসউইক পার্কের কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চ্যাপ্টার সমন্বয়কারী উৎপল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধারণাপত্র উপস্থাপন করেন প্রকৌশলী জুবায়ের আহমদ। বিষয়ের উপর আলোচনা করেন জর্জিয়া রাজ্য থেকে নির্বাচিত প্রথম বাংলাদেশী নারী সিনেটর নাবিলা ইসলাম, আটলান্টার গুইনেট কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ার অফ মেম্বারশিপ তানজিনা ইসলাম, মারসার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন, জাতিসংঘ অঞ্চলিক কার্যালয়ের প্রাক্তন স্পেস এবং রিমোট সেন্সিং বিশেষজ্ঞ ড. মাহবুব উদ্দীন চৌধুরী, জর্জিয়া উদীচীর সভাপতি ডা. মুরশেদুল হাকিম শুভ্র।
আলোচনায় বাংলাদেশের পরিবেশের বর্তমান অবস্থা বিশ্লেষণ ও তা সুরক্ষায় যথাযথ পদেক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীদের ভুমিকা গুরুত্বপূর্ণ। পরিবেশ সংরক্ষণে প্রবাসী বিশেষজ্ঞরা তাদের মতামত দিতে পারেন, বিভিন্ন দেশের ভালো উদাহরণগুলো দেশের মানুষের কাছে পৌঁছাতে পারেন, সচেতনতা বৃদ্ধি করতে পারেন। এছাড়াও প্রবাসে অবস্থানরত তরুণ প্রজন্মকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারেন। আলোচনা সভাটি উপস্থাপনা করেন আনুশা মোরশেদ।