আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আয়োজন করা হয়েছিল ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা।
গত বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ফেয়ারমাউনট এভিনিউয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়। নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সেলর মিসেস ইসরাত জাহান, প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী, পারসোনাল অফিসার মো. আবদুল আউয়াল, প্রশাসনিক কর্মকর্তা রুমন চন্দ্র দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসাইন,অফিস স্টাফ শফিকুল ইসলাম এই সেবা প্রদান করেন।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রায় সাড়ে তিনশরও বেশি প্রবাসী বাংলাদেশী মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশীরা তাদের পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিলসহ অন্যান্য সেবা নেন।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির কর্মকর্তা মাসুদ চৌধুরী , গিয়াসউদদীন পাঠান, মো. শাহরিয়ার আহমেদ, মো. মনিরুজামান, মোঃ বেলাল হোসেন, শিপন সাখাওয়াত, মোঃ আইয়ুব বাবুল, রওশনউদদীন, সিরাজউদদীন, আবদুল জব্বার, আবু নসর,বেলালউদদীন, মো. ফারুক, আব্দুর রহিম, শাহজালাল, মো. রেজা প্রমুখ সেবা প্রদানে সহযোগিতা করেন।