আত্মহত্যা করেছেন মডেল লরেন মেন্ডেস
আজ রোববার (৩০ আগস্ট) সকালে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লরেন। তবে কী কারণে আত্মঘাতী হলেন, এ বিষয়ে কিছুই জানা যায়নি। লরেনের আত্মহত্যার খবর এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা হাবীব শাকিল।
শোবিজে লরেনের ক্যারিয়ার মডেলিং দিয়ে শুরু। পরে পরিচিতি পেয়েছেন বিজ্ঞাপনচিত্রে। বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাঁকে। ‘তোমার পিছু ছাড়ব না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে আলোচনায় আসেন। লরেনকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমর প্রেম’-এ দেখা গেছে।❐