আফগানিস্তানে পার্কে শিশুদের সঙ্গে প্রবেশ করতে পারবে না মায়েরা
আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রীয় পার্কে মায়েদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার। তবে মায়েরা নিষিদ্ধ হলেও শিশুদের সঙ্গে পার্কে বাবারা প্রবেশ করতে পারবেন। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, পার্কে প্রবেশে মায়েরা নিষিদ্ধ হলেও আশেপাশের রেস্টুরেন্টগুলোতে তারা যেতে পারবেন। এদিকে কাবুলে অবস্থিত সুইমিং পুল ও জিমনেসিয়াম গুলোতেও মায়েদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
রাজধানীর এ সকল স্থানগুলোতে মায়েদের নিষেধাজ্ঞা দেয়ায় আশঙ্কা করা হচ্ছে তালেবান সরকারের এ নিয়মনীতি সারাদেশ জুড়ে বাস্তবায়ন করা হতে পারে। ফলে আফগান মহিলা ও কিশোরীরা পরবর্তী নিষেধাজ্ঞার ভয়ে শঙ্কিত রয়েছেন ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন, প্রতিদিন নতুন নতুন নিষেধাজ্ঞার ঘোষণা শুনে আমাদের ঘুম ভাঙে। এটি অনেকটা এমন মনে হয় যেন আমরা নতুন কোনো নিষেধাজ্ঞার জন্য প্রতিনিয়ত অপেক্ষা করছি।
২০২১ সালের আগস্টে পুনরায় তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এর আগে ২০০১ সালে ক্ষমতাচ্যুত হয় তালেবান। তারা প্রথম ক্ষমতায় আসে ১৯৯৬ সালে। তালেবানের প্রতিষ্ঠাতা ছিলেন মোল্লা মোহাম্মদ ওমর।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ১৯৮৯ সালে আফগানিস্তান থেকে তৎকালীন সোভিয়েত (বর্তমান রাশিয়া) সেনা প্রত্যাহারের পর ১৯৯৪ সাল নাগাদ তালেবানের উত্থান হয়।