‘আমি এই ভারতকে দেখে খুবই মর্মাহত’, মাহাথির মোহাম্মদ
কুয়ালালামপুর সামিট-২০১৯-এর সাইডলাইনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ভারতের নাগরিকত্ব আইনের সমালোচনা করে একই সাথে এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন, ভারতীয়রা যখন ৭০ বছর ধরে একসঙ্গে কোনো সমস্যা ছাড়াই বসবাস করে আসছে, তখন এই আইনের প্রয়োজনীয়তা কি? এই আইনের কারণে এখন মানুষ মারা যাচ্ছে।
তিনি হতাস হয়ে বলেন, আমি এই ভারতকে দেখে খুবই মর্মাহত। ভারত নিজেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দাবি করে। এখন কিছু মুসলিমকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে।
৯৪ বছর বয়সী এই নেতা আরও বলেন, যদি একই পদক্ষেপ আমরা এখানে নিই তাহলে কী হবে? অবশ্যই অনেক বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা তৈরি হবে। সবাইকে ভুগতে হবে।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জ্বলছে পুরো ভারত। বিক্ষোভ ছড়িয়ে পরেছে দেশটির বিভিন্ন রাজ্যুজুড়ে। শুধু শুক্রবারের বিক্ষোভে দেশটির উত্তর প্রদেশে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। এছাড়া রাজ্যজুড়ে ৩ হাজার ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শুক্রবারের বিক্ষোভে মেরুতে ৩ জন, বিজোনরে ২ জন, বারাণসী, ফিরোজবাদ, সম্ভাল এবং কানপুর এক জন করে বিক্ষোভকারী নিহত হয়েছে।