আমেরিকাকে রাশিয়া মাত্র ৩৫ মিনিটে ধ্বংস করতে পারে
নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যাভ্যানগার্ড হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রটি ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।
এই ক্ষেপণাস্ত্র দিয়ে বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানা সম্ভব হবে। আমেরিকায় আঘাত হানতে ক্ষেণাস্ত্রটির সময় লাগবে ৩৫ মিনিট।
শুক্রবার (২৭ ডিসেম্বর) শব্দের চেয়ে ২৭ গুণ গতির এ ক্ষেপণাস্ত্রের মোতায়েনের বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।