আমেরিকার কারণে ইরান সহ অনেক দেশই সমস্যায় আছে: রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পৃথিবীতে তার দেশই শুধুমাত্র মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়েছে তার নয় বরং আরো অনেক দেশ নানারকম সমস্যা মোকাবেলা করছে। আজ (বুধবার) ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে তিনি এ কথা বলেছেন।
গত সপ্তাহে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের কথা উল্লেখ করে বলেন, “সেখানে আমরা নানা আলোচনা থেকে এটি দেখেছি যে, বিশ্বের আরো বহু দেশ আমেরিকার সঙ্গে নানা ধরনের সংকটে পড়ে রয়েছে।” প্রেসিডেন্ট রুহানি বলেন, কুয়ালালামপুর সামিটে যোগ দেয়া একটি দেশের নেতা বলেন, তার দেশ আমেরিকা থেকে অস্ত্র কিনেছিল কিন্তু সেই অস্ত্র মেরামতের জন্য যন্ত্রাংশ দরকার। কিন্তু আমেরিকা সেই যন্ত্রাংশের জন্য প্রকৃত দামের চেয়ে এখন কয়েকগুণ বেশি চাইছে।
প্রেসিডেন্ট হাসান রুহানি মন্ত্রিসভার বৈঠকে জানান, কুয়ালালামপুর সম্মেলনে যোগ দেয়া দেশগুলো মার্কিন ডলার বাদ দেয়ার ব্যাপারে একমত হয়েছে। এক্ষেত্রে তারা ক্রিপ্টোকারেন্সি, নিজস্ব মুদ্রা ও স্বর্ণ ব্যবহারের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। এগুলোকে কিভাবে বিনিময়ের মাধ্যম হিসেবে চালু করা যায় তার পথ বের করার জন্য ইরান, তুরস্ক, কাতার এবং মালয়েশিয়ার কর্মকর্তারা প্রচেষ্টা চালাবেন বলে প্রেসিডেন্ট রুহানি উল্লেখ করেন।
তিনি আরো জানান, কুয়ালালামপুর সামিটে যোগ দেয়া সব দেশই ইরানের ওপর চাপ সৃষ্টির জন্য আমেরিকাকে দোষারোপ করেছে। তিনি বলেন, ২০১৫ সালে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তা পরিপূর্ণভাবে বাস্তবায়নের ব্যাপারে ইরানের প্রচেষ্টা সম্পর্কে কারো মনে কোনো দ্বিধা নেই