আল-জাজিরার তথ্যচিত্র নির্দেশনা পায় নি ফেসবুক
কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা টেলিভিশনে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে সম্প্রচারিত প্রতিবেদন সরিয়ে নিতে হাইকোর্টের লিখিত নির্দেশনা পায় নি ফেসবুক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
এদিকে আদালতের রায়ের নির্দেশনা মতো কনটেন্ট অপসারণ করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘আশা করছি দ্রুত কনটেন্টটি সরিয়ে নেওয়া হবে।’
বুধবার (১৭ ফেব্রুয়ারি) আল-জাজিরার প্রতিবেদনটি সোশ্যাল গণমাধ্যম ফেসবুক, গুগল, ইউটিউব, টুইটারসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ দেন হাইকোর্ট। বিটিআরসিকে অবিলম্বে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানান, এ বিষয়ে বিটিআরসি থেকে টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনজীবী হাইকোর্টের আদেশের একটি সার্টিফায়েড কপি ফেসবুক ও ইউটিউবকে সরবরাহ করবেন। রায়ের অনুলিপি পাওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে পাঠানো হবে।”❐