ইংল্যান্ডের পাবে বন্দুকধারীর গুলিতে ১ নারী নিহত
উত্তর-পশ্চিম ইংল্যান্ডে মার্সিসাইডের একটি পাবে বন্ধুকধারীর গুলিতে এক তরুণী নিহত এবং তিনজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত বন্দুকধারীকে খুঁজছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১ টায় উইরালের ওয়ালসি গ্রামের ‘দ্য লাইটহাউস’ পাবে এ হামলার ঘটনা ঘটে।
মার্সিসাইড পুলিশ জানায়, বড়দিনের উৎসব উপলক্ষে পাবটি তরুণ-তরুণীর ভিড়ে পরিপূর্ণ থাকায় প্রথমে কেউ বুঝতে পারেনি। পরে গুলিবিদ্ধ অবস্থায় এক তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বন্দুকধারী একটি কালো রঙের মার্সিডিজ গাড়ীতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে মনে করছেন তদন্তকারীরা। এ ব্যপারে কারো কাছে কোন তথ্য থাকলে দ্রুত পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ঘটনায় সাক্ষীদের পাশাপাশি মোবাইলের ভিডিও এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তদন্তকারীরা।
উল্লেখ্য, বন্দুক হামলার ঘটনা ব্রিটেনে বিরল, সেখানে বেশিরভাগ পুলিশ কর্মকর্তা বন্ধুক বহন করেন না।