ইউক্রেনের ড্রোন ভূপাতিত করতে গিয়ে ৩ রুশ কর্মকর্তা নিহত
রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা চালানো ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করতে গিয়ে এর ধ্বংসাবশেষের আঘাতে রুশ বাহিনীর তিন কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সারাতভ অঞ্চলের এনজেলস বিমানঘাঁটিতে আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে রাশিয়ার এনজেলস বিমানঘাঁটিতে এ নিয়ে দুটি হামলা চালানো হলো।
রুশ মন্ত্রণালয়ের দাবি, সারাতভ অঞ্চলের এনজেলস বিমানঘাঁটির ওপর দিয়ে যাওয়ার সময় একটি ইউক্রেনীয় ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ সময় এর ধ্বংসাবশেষের আঘাতে তিনজন নিহত হন।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইউক্রেনের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য রাশিয়া বারবার এনজেলস বিমানঘাঁটিকে ব্যবহার করেছে।
এদিকে রাশিয়ায় হামলার ব্যাপারে কখনো প্রকাশ্যে দায় স্বীকার করেনি ইউক্রেন। তবে এ ধরনের ঘটনাকে তারা ‘কর্মের ফল’ হিসেবে দাবি করে আসছে।