ইউক্রেন কখনই একা হবে না, আমরা সঙ্গে আছি : বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন কখনই একা হবে না। এ সময় তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে কিয়েভের যতদিন লাগবে ওয়াশিংটন ততদিন পাশে থাকবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র সফরে যান। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই তার প্রথম বিদেশ সফর। সেখানে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।
এদিকে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়টসহ ১৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দিতে যাচ্ছেন বাইডেন। পাশাপাশি আরও ৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে বাইডেন জেলেনস্কিকে উদ্দেশ করে বলেন, ‘আপনি কখনই একা হবেন না। যুক্তরাষ্ট্র প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে আছে।’
জেলেনস্কি ওয়াশিংটনের এ সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংবাদ সম্মেলনে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘সারা বিশ্বে খাদ্য ও জ্বালানি সংকট সত্ত্বেও আন্তর্জাতিক জোটগুলো একত্র হয়ে ইউক্রেনের প্রতি যেভাবে সংহতি জানিয়েছে তাতে আমি খুব ভালো বোধ করছি।’
তিনি আরও বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই নিষ্ঠুর যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছা নেই।’
এ সংবাদ সম্মেলনের পর হোয়াইট হাউসে কংগ্রেস আইনপ্রণেতাদের সামনে ভাষণ দেন জেলেনস্কি। সেখানে দেশটির সহায়তার জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আরও সহায়তার আর্জি জানান তিনি।