ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থ মন্দায় যুক্তরাজ্য
ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থ মন্দায় পড়েছে যুক্তরাজ্য। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের অর্থনীতি সংকুচিত হয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তিগুলোর তুলনায় অনেক বেশি।
গতকাল বুধবার যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস) জানিয়েছে, বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমে গেছে ২০ দশমিক ৪ শতাংশ। ১৯৫৫ সালে হিসাব শুরুর পর থেকে যুক্তরাজ্যে তিন মাসের ব্যবধানে জিডিপির এত বড় পতন আর কখনই দেখা যায় নি।
চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাজ্যে জিডিপি হ্রাসের পরিমাণ ছিল ২ দশমিক ২ শতাংশ। এরপরই করোনাভাইরাস মহামারীর ধাক্কায় দেশব্যাপী লকডাউন জারি করে ব্রিটিশ সরকার। পরপর দুটি প্রান্তিকে জিডিপি সংকুচিত হলে কোনও দেশ অর্থনৈতিক মন্দায় পড়েছে বলে ধরা হয়।
ওএনএস জানিয়েছে, এবার জি৭ভুক্ত যেকোনো দেশের তুলনায় বড় অর্থনৈতিক মন্দায় পড়েছে যুক্তরাজ্য। দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হয়েছে ১০ দশমিক ৬ শতাংশ, অর্থাৎ তাদের চেয়ে যুক্তরাজ্যের সংকোচন প্রায় দ্বিগুণ বেশী।
অর্থনৈতিক সংকোচনের দিক থেকে ফ্রান্স, জার্মানি, ইতালির চেয়েও এগিয়ে রয়েছে যুক্তরাজ্য। জি৭-এর বাকি দুই সদস্য কানাডা ও জাপান এখনো দ্বিতীয় প্রান্তিকের তথ্য প্রকাশ করেনি।
এ বছর দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যে সেবা খাতের প্রবৃদ্ধি কমেছে রেকর্ড ১৯ দশমিক ৯ শতাংশ, নির্মাণ খাতে কমেছে ৩৫ শতাংশ, উৎপাদন খাতে কমেছে অন্তত ১৬ দশমিক ৯ শতাংশ। লকডাউনের কারণে মানুষজন ঘরে থাকতে বাধ্য হওয়ায় গৃহস্থালি ও ব্যবসায়িক খাতে ব্যয় কমেছে প্রায় এক-চতুর্থাংশ।
ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাক বলেছেন, ‘আমি আগেই বলেছিলাম, কঠিন সময় সামনে। আজকের তথ্য নিশ্চিত করেছে, সেই কঠিন সময় এসে গেছে। ইতিমধ্যেই লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছেন এবং দুঃখজনকভাবে আগামী মাসগুলোতে আরও অনেকেই চাকরি হারাবেন। তবে সামনে আরও কঠিন অবস্থা এলেও আমরা এটি পার হয়ে যাব। আমি জনগণকে আশ্বস্ত করতে পারি যে, কেউই আশা বা সুযোগহারা হবেন না।’
লকডাউনের কারণে যুক্তরাজ্যের অধিকাংশ বড় প্রতিষ্ঠানকেই কর্মী সংখ্যা কমানো থেকে উৎপাদনও কমাতে হয়েছে। রাতারাতি অনেক প্রতিষ্ঠান বন্ধও হয়ে গেছে। অভ্যন্তরীণ সংকট ছাড়াও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় সমস্যা হওয়ায় আমদানি-রপ্তানি বাণিজ্যেও দেখা যায় ঘাটতি। ফলে যুক্তরাজ্যকে এই মন্দা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।❏