ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যে আরও অস্ত্র ও সেনা পাঠাচ্ছে আমেরিকা
মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন ও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়।
ইরানকে সতর্ক করতেই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি।
নতুন ঘোষণা অনুযায়ী, এসব অস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার বি-৫২ বোমারু যুদ্ধবিমান।
পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেছেন, ইরান, তার মিত্রদেশ অথবা ইরানের বদলে অন্য কোনও দেশ যদি মার্কিন সেনা বা এই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু করে, তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জনগণকে সুরক্ষিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
যুক্তরাষ্ট্রের আগের প্রতিরক্ষাব্যবস্থার ওপর ভিত্তি করেই মধ্যপ্রাচ্যে এই অতিরিক্ত সামরিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। গত মাসে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র–বিধ্বংসী থাড দেয় যুক্তরাষ্ট্র।
রাইডার আরও বলেছেন, আগামী মাসগুলোয় মধ্যপ্রাচ্যে নতুন বাহিনী পৌঁছানো শুরু করবে।
গত ২৬ অক্টোবর ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এর আগে এপ্রিল ও অক্টোবর মাসে ইরান দুই দফায় ইসরায়েলে বড় ধরনের হামলা চালায়।
পরিস্থিতি বিবেচনায় পর্যবেক্ষকেরা সতর্কতা জারি করে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। সূত্র: এবিসি নিউজ, এএফপি