ইরানে আরও ৩ জনের মৃত্যুদণ্ড
ইরানের নীতি পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অংশ নেয়া আরো তিনজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
দেশটির এই পদক্ষেপে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা উঠেছে। সেসব সমালোচনা উপেক্ষা করেই ইরানের বিচার বিভাগ ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের’ অভিযোগে ওই তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে। তারা হলেন- সালেহ মিরহাশেমি, মাজিদ কাজেমি ও সাইদ ইয়াগৌবি। খবর সিএনএনের।
প্রসঙ্গত, এর আগে গত শনিবার মোহাম্মদ মাহদি কারামি ও সৈয়দ মোহাম্মদ হোসেইনি নামের দুজন বিক্ষোভকারীকে ফাঁসি দেয় তেহরান কর্তৃপক্ষ। বিক্ষোভ চলাকালীন ইরানের আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিলো।