ইসলাম ধর্মের প্রতি কেমন দৃষ্টিভঙ্গি রাজা চার্লসের?
ইসলাম ধর্ম ও মুসলিম বিশ্ব নিয়ে সব সময়ই খোলামেলা মতামত প্রকাশ করেছেন নতুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সাংবিধানিকভাবে রাজনৈতিক ইস্যু থেকে দূরে থাকে রাজপরিবার। তবে চার্লস এ ক্ষেত্রে একটু ব্যতিক্রম। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং বিভিন্ন ইস্যুতে মুসলমান ও ইসলাম ধর্ম নিয়ে তিনি স্পষ্ট কথা বলেছেন।
আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ইসলাম ধর্ম ও মুসলিম সম্পর্কে রাজা চার্লসের চিন্তাভাবনা, বিশ্ব পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি—এসব বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে।
মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর শনিবার সিংহাসনে বসেন রাজা চার্লস। এর পর থেকেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে তিনি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি রাজা চার্লসের দৃষ্টিভঙ্গি, কমনওয়েলথ দেশগুলো নিয়ে তার ভাবনা—সব বিষয়েই চলছে আলোচনা। যদিও ৭৩ বছর বয়সী ব্রিটিশ রাজা এর আগে জলবায়ু পরিবর্তন, রাজনীতি, ধর্ম ও সাংস্কৃতিক-সামাজিক বিষয়ে তার মতামত প্রকাশ করে নজর কেড়েছেন। কয়েক দশক ধরে, বিশেষ করে প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর থেকেই জনসাধারণের নজর তার ওপর।
সব সময় ইসলাম ধর্মের প্রশংসা খোলাখুলিই করেছেন চার্লস। লেখক রবার্ট জবসন তার ‘চার্লস অ্যাট সেভেন্টি: থটস, হোপস অ্যান্ড ড্রিমস’ বইতে চার্লস সম্পর্কে লিখেছেন, ‘তিনি ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন অধ্য়য়ন করেন এবং মুসলিম নেতাদের লেখা চিঠি আরবিতে স্বাক্ষর করেন।’