এইচ-১বি ভিসায় দক্ষ কর্মী নিচ্ছে যুক্তরাষ্ট্র
গত বছরের ডিসেম্বর থেকে অভ্যন্তরীণভাবে নির্দিষ্ট শ্রেণীর এইচ-১বি ভিসার নবায়নের জন্য একটি ‘পাইলট প্রোগ্রাম’ চালু করেছে যুক্তরাষ্ট্র।
এর আগে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে বিপুল সংখ্যক ভারতীয়র পাশাপাশি বহু বিদেশি নাগরিক উপকৃত হবেন, বিশেষ করে প্রযুক্তি পেশাদাররা।
সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভিসা পরিষেবার উপ-সহকারী সেক্রেটারি জুলি স্টাফ্ট বলেন, ‘ভারতে চাহিদা (মার্কিন ভিসার) এখনও অনেক বেশি। আমাদের ছয়, আট কিংবা ১২ মাস অপেক্ষার প্রয়োজন নেই (ভিসার পাওয়ার জন্য)। এছাড়া এ বিষয়টির মাধ্যমে ভারতকে আমরা কীভাবে দেখি, তা-ও নির্ধারণ করা ঠিক না।’
তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, ভারতীয়রা যেন দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট (ভিসা আবেদনের) পান। অভ্যন্তরীণ ভিসা নবায়ন কর্মসূচির মাধ্যমে এর একটি পথ খুলছে, যা হচ্ছে ভারতকে কেন্দ্র করে। আমরা সেটা পাইলটিং করছি।’
ডিসেম্বর থেকে শুরু করে তিন মাসের মধ্যে স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন এমন বিদেশি নাগরিকদের জন্য ২০ হাজার ভিসা ইস্যু করবে বলে জানা গেছে।
উপ-সহকারী সেক্রেটারি বলেন, ‘আমরা প্রথম ধাপে ২০ হাজার ভিসা ইস্যু করব। এর মধ্যে বেশিরভাগই হবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের জন্য। পরবর্তীতে আমরা এর পরিধি বাড়াব।’
তবে তিনি উল্লেখ করেছেন, অভ্যন্তরীণ এই ভিসা নবায়ন কর্মসূচি শুধুমাত্র ‘ওয়ার্ক ভিসার’ ক্ষেত্রেই প্রযোজ্য।