এটিএএবি-এর সাধারণ সভা ২০ ডিসেম্বর
আগামী ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন (এটিএএবি)-এর সাধারণ সভা ২০ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আমেরিকান ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এটিএএবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত ৭ নভেম্বর জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্রাভেলসের অফিসে কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য সাধারণ সভায় ২০২৪ – ২০২৫ সালের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠন করা ও ইচ্ছা পোষণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কে রহমান (মাহমুদ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সংগঠনকে শক্তিশালী করতে সংগঠনের কার্য পরিধি আগামী দিনের পরিকল্পনা, সদস্য নবায়ন, নতুন সদস্য গ্রহণসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়। যথাক্রমে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহমানিয়া ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ কে রহমান (মাহমুদ), কর্ণফুলী ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাং সেলিম (হারুন), ওয়ার্ল্ড ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ শামসউদ্দিন বশির, স্কাইল্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মাসুদ মোরশেদ, ডিজিটাল ট্রাভেলস এস্টোরিয়ার স্বত্বাধিকারী নজরুল ইসলাম, সানফ্লাওয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল খালেক, বাংলাদেশ ট্রাভেলসের স্বত্বাধিকারী জাফর ফেরদৌস, নাবিলা ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ আবুল কালাম আজাদ, এক্সপ্রেস এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী একে জামান রঞ্জু, ফ্লাই এইচ টি টি ট্রাভেলসের স্বত্বাধিকারী তাহমিনা বেগম, রশিদ ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ হারুনুর রশিদ, জাম্বু ট্রাভেলসের স্বত্বাধিকারী আলী আহমেদ চৌধুরী, ইউনিভার্সাল ট্রাভেলস এর স্বত্বাধিকারী কে এম রেজায়ান প্রমুখ।
সভাপতি মোহাম্মদ কে এম মাহমুদ তার বলেন, সবাই একতাবদ্ধ হয়ে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ অর্জন করা সম্ভব। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম (হারুন) বলেন, একতাবদ্ধ হয়ে কাজ করলে সংগঠনকে আরও গতিশীল এবং কমিউনিটির আরো উন্নতি এবং ভালো সেবা প্রদান করতে পারব।