এবার থাইল্যান্ডে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া
সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে চলে গেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সিঙ্গাপুর কর্তৃপক্ষ ভিসার মেয়াদ না বাড়ানোয় বৃহস্পতিবার তিনি থাইল্যান্ডে চলে যান বলে জানিয়েছে রয়টার্স।
গত মাসে বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপ চলে যান গোটাবায়া। পরে তিনি সেখান থেকে সিঙ্গাপুরে যান। বৃহস্পতিবার সেখানে তার ভিসার মেয়াদ শেষ হয়েছে। তবে সিঙ্গাপুর কর্তৃপক্ষ তার ভিসার মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে।
থাই কর্তৃপক্ষ জানিয়েছে, গোটাবায়া সাময়িক সময়ের জন্য থাইল্যান্ডে থাকতে পারেন। এই দেশে তার রাজনৈতিক আশ্রয় নেওয়ার কোনও উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন গোটাবায়া।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওঁচা বলেছেন, ‘এটা মানবিক ইস্যু এবং সাময়িকভাবে এখানে থাকতে তিনি সম্মত হয়েছেন।’ থাইল্যান্ডে গোটাবায়া কোনও ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না বলে জানিয়েছেন ওঁচা।