ওকলাহোমার এক বাড়িতে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু
মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার ব্রোকেন অ্যারো এলাকায় বৃহস্পতিবার এক বাড়িতে অগ্নিকাণ্ডে আটজন মারা গেছেন। খবর রয়টার্সের।
পুলিশ এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবেই তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, তুলসা শহরতলিতে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্রতিবেশীরা এই অগ্নিকাণ্ডের খবর দেয়।
কি ঘটেছে বা কারা নিহত হয়েছে সে সম্পর্কে খুব কম বিবরণ দিয়েছেন কর্মকর্তারা।
ব্রোকেন অ্যারো পুলিশের মুখপাত্র ইথান হাচিনস সাংবাদিকদের বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে এটি হত্যাকাণ্ড হিসেবেই তদন্ত হতে চলেছে।’
‘আমরা এখনও আগুন নেভানোর চেষ্টা করছি। নিহতদের কী হয়েছিল তাও তদন্ত করছি।’
সন্দেহভাজন একজনের খোঁজের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
তদন্তে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের কর্মকর্তাদের ডাকা হয়েছে।