ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন
নিউ ইয়র্কে হিউম্যান রাইট্স ইউএসএ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, গেল ২৮ মার্চ নিউ ইয়র্ক উড সাইড কুইন্স প্যালেসে অত্যন্ত অনাড়ম্বর পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়।
হান স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ্ শহীদুল হক সাঈদ। পরিচালনা করেন আহবায়ক জাহাঙ্গীর আলম জয়। প্রধান অতিথি ছিলেন কুইন্স বরো প্রেসিডেন্ট ডনাভেন রিচার্ড।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা আন্দোলনে বীর শহীদদের পাশাপাশি ৯/১১ এর সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
প্রধান অতিথি ডনাভেন রিচার্ড বলেন, কুইন্স বরো বর্তমানে সারা বিশ্বে দুশ’ জাতির কল্লোলে মুখরিত। তারা গণতন্ত্রের সমঅধিকার এবং মানবাধিকারে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্টের এমন আয়োজনে উপস্থিত হতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত ও গর্বিত। ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ্ শহীদুল হক এবং সংগঠনের সদস্যরা কোভিড-১৯ মহামারীতে যে মানব কল্যাণে নিয়োজিত ছিলেন সেজন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আমেরিকা গণতন্ত্রের দেশ, এখানে সকলের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।
জুরী বোর্ডের সম্মানিত সদস্যরা এলডার হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ, কমিউনিটি বোর্ড মেম্বার শাহ নেওয়াজ, জ্যাকসন হাইট্স মোহাম্মদী সেন্টারের ইমাম কাজী কাইয়ূম, মূলধারার রাজনীতিবিদ ফাহাদ সোলায়মান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শামসুন শেখ। তাদের সিদ্ধান্ত মোতাবেক কভিড-১৯ যোদ্ধা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান স্বরূপ ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স অ্যাম্বেসেডর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
পদকপ্রাপ্তরা হলেন যথাক্রমে ডা. বর্ণালী হাসান, ডা. মোহাম্মদ হোসেন, এবিএম ওসমানগণি, মেজবা আবেদীন, আবু তাহের, মো. সিদ্দিক এবং আশরাফুল করিম।
বিশেষ অতিথির বক্তৃতায় নিউ ইয়র্ক স্টেট ডিস্ট্রিক-৩৮ এর অ্যাসেম্বলি-ওমেন জেনিফার রাজকুমার বাংলাদেশের মহান স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমরা বাংলাদেশ ডে পালন করার জন্য আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি যা বাংলাদেশের ইতিহাস পুরো বিশ্ব শ্রদ্ধার সঙ্গে পালন করবে। তিনি ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্টের মহতি আয়োজনে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত বলে উল্লেখ করেন।
ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের প্রেসিডেন্ট ও সভাপতি তার বক্তব্যে বলেন, তারা ত্রিশ বছর ধরে আর্তমানবতায় কাজ করছেন। করোনা মহামারীতে তাদের সংগঠন ৬ হাজারেরও বেশি অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তিনি আগামীতে সিনিয়র সিটিজেন সেন্টার, প্রি-কে সেন্টার এবং সকলের জন্য ভ্যাকসিন সেন্টার প্রতিষ্ঠার জন্য কুইন্স বরো প্রেসিডেন্ট ও অ্যাসেম্বলি-ওমেনের প্রতি আবেদন করেছেন বলে জানান। উপস্থিত সকল অতিথি, সংগঠনের সদস্য, মিডিয়া ব্যক্তিত্ব, স্পন্সর ও বিভিন্নভাবে তাদের সহযোগিতা দেয়া প্রতিষ্ঠানসমূহ এবং বিশেষ অতিথি নিউ ইয়র্ক স্টেট ডিস্ট্রিক-৩৮ এর এ্যাসেম্বলি-ওমেন জেনিফার রাজকুমারকে ওয়ার্ল্ড হিউম্যানরাইট্স ডেভলপমেন্ট ইউএসএ-এর পক্ষ ক্রেস্ট প্রদান করেন।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্ক স্টেট ডিস্ট্রিক ৩৮-এর অ্যাসেম্বলি-ওমেন জেনিফার রাজকুমার, আমেরিকান ফেন্ডশিপ সোসাইটির প্রেসিডেন্ট গোলাম মেহরাজ, আমেরিকান বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এবং ইমিগ্রান্ট এলডার হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ, জ্যামাইকা ফেন্ডশিপ সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, জ্যাকসন হাইটস্ মোহাম্মদী সেন্টারের ইমাম কাজী কাইয়ূম, মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি জনাব শাহাদাত হোসেন, রাজনীতিক ফাহাদ সোলায়ামান, টাইম টেলিভিশনের সিইও জনাব আবু তাহের, সাপ্তাহিক আজকালের বার্তা সম্পাদক মো. সিদ্দিক, বাংলাদেশ সোসাইটির বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব নর্থ আমেরিকার কর্ণধার মেসবাহ্ আবেদীন, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাদির, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভেলপমেন্টের প্রাক্তন জেনারেল সেক্রেটারি আকতার হোসেন।
বাংলাদেশে কভিড-১৯ এর সময়ে যারা কাজ করেছেন তাদের মধ্যে অপু উকিল-বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যারিষ্টার ফারহানা বিশিষ্টরাজনীতিবিদ, রূপা আহমেদ চেয়ারম্যান, নারী উদ্যোক্তা, শহীদুল্লাহ্বাগমার প্রান্তিক: টিভি মিডিয়া ব্যক্তিত্ব।❐