Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
January 16, 2025
হেডলাইন
Homeআন্তর্জাতিককমনওয়েলথ রাষ্ট্র শিকারে চীন

কমনওয়েলথ রাষ্ট্র শিকারে চীন

কমনওয়েলথ রাষ্ট্র শিকারে চীন

ব্রিটেন নেতৃত্বাধীন জোট কমনওয়েলথকে কবজা করতে বিলিয়ন বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে বেইজিং। ২০০৫ সাল থেকে এ জোটের ৪২টি দেশে ৬৮৫ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে নিজেদের ‘দেশ শিকারে’ সিদ্ধহস্ত প্রমাণ করেছে চীন। আর এই ফাঁকে জোটের দেশগুলোর মধ্যে অবাধ ও মুক্তবাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে গঠিত এই জোটের দশকজুড়ে ‘ঘুমিয়ে থাকার’ সমালোচনা করেছেন পররাষ্ট্রনীতির বাজপাখিরা। কারণ, এই সময়ে বেইজিং ক্যারিবীয় অঞ্চলে প্রভাব বিস্তার করছে এবং ‘দুর্বল’ কমনওয়েলথ দেশগুলোকে ‘শিকার’ করছে। ৪০০ বছর পর ব্রিটেন হাত থেকে ছুটে মঙ্গলবার ক্যারিবিয়ন দ্বীপরাষ্ট্র বার্বাডোজের বিশ্বের নতুন প্রজাতন্ত্র হিসাবে মাথা তোলার কারণ হিসাবে চীনের এই বিনিয়োগ টোপকেই দায়ী করছেন ব্রিটিশ বুদ্ধিজীবীরা। বৃহস্পতিবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে সেই তথ্যই উঠে এসেছে।

চীনের কমিউনিস্ট পার্টির লক্ষ্য-বিশ্বশক্তিতে দেশকে পরিচিত করা। আর সেদিকেই অব্যাহত রয়েছে তাদের পদক্ষেপ, মোড়লিপনা। ‘ঝোপ বুঝে কোপ’ মেরে বার্বাডোস এবং জ্যামাইকার মতো দরিদ্র দেশগুলোকে এত বিপুল পরিমাণ অর্থ ঋণ দিয়ে রেখেছে-যেন ঋণের দায়ে তারা কোনো না কোনো সময় তাদের সম্পত্তি হস্তান্তর করতে বাধ্য হয়। বিশ্বরাজনীতিতে চীনের এই মোড়লিপনার ধরনকে বলা হচ্ছে চেক ডেপ্লোমেসি। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের এক পরিসংখ্যান বলছে, চীন ক্যারিবিয়ান দ্বীপ বার্বাডোসে রাস্তা, বাড়ি, নর্দমা এবং একটি হোটেলে প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে। নিকটবর্তী জ্যামাইকায় ১৬.৪ বিলিয়ন পাউন্ডের দেশীয় পণ্যের বিপরীতে প্রায় ২.৬ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে চীন। সেই হিসাবে চীনের কাছে সবচেয়ে বড় ঋণ ক্যারিবীয় এই দেশটিরই। চীন যখন জাতিসংঘের সদস্যদের তার কঠোর হংকং জাতীয় নিরাপত্তা আইনকে সমর্থন করতে চেয়েছিল, তখন তারা পাপুয়া নিউগিনি, অ্যান্টিগুয়া এবং বারবুডা থেকে সমর্থন পেয়েছিল। বাকি ১৬টি কমনওয়েলথ রাজ্যের মধ্যে এই দুটি দেশে চীনারা বিনিয়োগ করেছে পাপুয়া নিউগিনিতে ৫.৩ বিলিয়ন পাউন্ড (জিডিপির ২১ শতাংশ) ও অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডায় ১ বিলিয়ন পাউন্ড (জিডিপির ৬০ শতাংশ)।

হংকংয়ে বেইজিংয়ের ক্র্যাকডাউনকে সমর্থনকারী অন্যান্য কমনওয়েলথ সদস্যদের মধ্যে রয়েছে সিয়েরা লিওন, জাম্বিয়া, লেসোথো, ক্যামেরুন এবং মোজাম্বিক। সিয়েরা লিওনে ২০০৫ সাল থেকে চীনের বিনিয়োগের পরিমাণ তাদের জিডিপির ১৪৫ শতাংশ।

পর্যবেক্ষকরা বলছেন, কমনওয়েলথ কিংবা অন্য কোথাও চীনবিরোধী যেকোনো প্রস্তাবনা প্রতিরোধ করতে এ দেশগুলোকে ‘হাত’ করেছে চীন। পাকিস্তানের বৈদেশিক উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার ব্রিটেন। কিন্তু ২০০৫ সাল থেকে দেশটিতে চীন বিনিয়োগ করেছে ৬০ বিলিয়ন ডলার-যা তাদের জিডিপির এক-পঞ্চমাংশেরও বেশি। বর্তমানে বেইজিং থেকে নিজেদের অস্ত্রের ৭০ শতাংশ কিনেছে পাকিস্তান। আমেরিকানরা বিশ্বাস করেন, পাকিস্তান সরকার সেই অস্ত্রগুলো তালেবানদের কাছে দেয়-যেগুলো আফগানিস্তানে জোট বাহিনীকে পরাজিত করতে এবং অর্থনীতিকে অস্থিতিশীল করতে ব্যবহার করা হয়েছিল।

শ্রীলংকার মতো দেশগুলো যখন উচ্চ সুদের ঋণ পরিশোধ করতে পারে না, তখন তারা নিরাপত্তা হিসাবে ব্যবহৃত সম্পদ হস্তান্তর করতে বাধ্য হয়। যার উৎকৃষ্ট প্রমাণ হাম্বানটোটা কন্টেইনার বন্দর এবং এর আশপাশে ১৫,০০০ একর জমি ছিল ৯৯ বছরের জন্য চীনের কাছে ইজারা দেওয়া। এ কারণে চীন প্রতিদ্বন্দ্বী শক্তি ভারতের আধিপত্যশীল শিপিং লেনে পা রাখার সুযোগ করে দিয়েছে।

লন্ডনভিত্তিক বাণিজ্য সংস্থা দ্য ক্যারিবিয়ান কাউন্সিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস বেনেট বলেন, ‘১৫ বছরে চীন বিস্তৃত অঞ্চলজুড়ে তার বাণিজ্য স্বার্থের জন্য প্রয়োজনীয় কৌশলগত সম্পদের নিয়ন্ত্রণ ধারাবাহিকভাবে হাতে নিয়েছে। তিনি বলেন, ‘চীনা ঠিকাদার এবং চীনা আমদানিকৃত শ্রমের ব্যবহারে রেয়াতমূলক অর্থায়নের মাধ্যমে চীন অনেক পশ্চিমা ঠিকাদারকে সরে যেতে বাধ্য করেছে।’

উদাহরণস্বরূপ, ব্রিটিশ নির্মাণ সংস্থা কিয়ারকে তিন বছর আগে ক্যারিবিয়ান এবং হংকং উভয় দেশ থেকে পাত্তাড়ি গোটাতে বাধ্য করা হয়েছিল। চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ৭২ মিলিয়ন পাউন্ড লোকসান গুনেছিল তারা। এদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড কৌশল মন্টিগ্রোসহ পশ্চিম বলকান অঞ্চলেও বিস্তৃত হয়েছে। এ আধিপত্য ভাঙতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশ্বব্যাপী এক বিশদ বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটি ডিজিটালাইজেশন, পরিবহণ, জলবায়ু এবং পাওয়ার স্কিমের ওপর কংক্রিট ধারণা নিয়ে বেল্ট অ্যান্ড রোড কৌশলের ওপর ঝাঁপিয়ে পড়বে। ধারণা করা হচ্ছে, আফ্রিকাসহ বিভিন্ন দেশের ব্যবসায়িক ক্ষেত্রগুলোতে চীনা প্রভাবকে চ্যালেঞ্জ জানাবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন বুধবার ‘গ্লোবাল গেটওয়ে’ নামের এ উদ্যোগ উপস্থাপন করেছেন। এর মাধ্যমে বৈশ্বিক অবকাঠামো খাতে উন্নয়নের জন্য ৩০০ বিলিয়ন ইউরোর বৃহত্তর প্রকল্পের ঘোষণা দিয়েছেন তিনি।

২০২৭ সাল নাগাদ এই প্রকল্পের অধীনে সরকারি এবং ব্যক্তিগত খাতে এই অর্থ ব্যয় করা হবে।

এই প্রকল্প এশিয়াকে আফ্রিকা এবং ইউরোপের সঙ্গে সংযোগ করতে চীনের বৃহত্তর বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের পালটা উদ্যোগ কি-না, এ বিষয়ে ইউরোপীয় কমিশন প্রকাশ্যে কিছু না বললেও ইইউতে জার্মান রাষ্ট্রদূত মাইকেল ব্লব বলেছেন, এটি ইইউকে অন্যতম ভূরাজনৈতিক কুশীলব হিসাবে বিশ্বজুড়ে তুলে ধরবে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment