করোনার সব ভ্যারিয়েন্টের জন্য একই ভ্যাকসিনে আশাবাদী নন সারাহ গিলবার্ট
করোনার সব ভ্যারিয়েন্টের জন্য একই ভ্যাকসিনে আশাবাদী নন এর প্রতিরোধক টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা’র সহ-উদ্ভাবক সারাহ গিলবার্ট।
তার মতে, তারা যে ভ্যাকসিন তৈরি করেছেন সেটি কেবল নির্দিষ্ট স্পাইক প্রোটিনে কাজ করে। অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে।
ভাইরাসকে অবরুদ্ধ করলেও প্রবেশে বাধা দেয়ার সুযোগ নেই।
গতকাল বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ঢাকা লিট ফেস্টের দ্বিতীয়দিনে আয়োজিত এক সেশনে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞানী সেঁজুতি সাহার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পাটের জিন আবিষ্কারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাসিনা খান এবং গবেষক প্রফেসর ইয়াসমিন হক।
এ সময় সারাহ গিলবার্ট ব্যাপক হারে ভ্যাকসিন প্রয়োগের ওপর জোর দিয়ে বলেন, স্পাইক প্রোটিন বিভিন্ন ভ্যারিয়েন্টে বদলায়। সব ভ্যারিয়েন্টের জন্য একই ভ্যাকসিন তৈরি করতে গেলে হয়তো আমাদের ভাইরাসের মূলে যেতে হবে। আমার
কাছে এটি অসম্ভব মনে হয়।