কর্ণাটকে অভাবের তাড়নায় সন্তানকে হত্যা করে বাবা-মায়ের আত্মহত্যা
ভারতের কর্ণাটকের একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুও ছিল।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। সেখান থেকে ধারণা করা হচ্ছে, আর্থিক সংকটের কারণে তারা আত্মহত্যা করেছেন।
প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের কোদাগু এলাকার একটি রিসোর্টে এ তিনজনের মরদেহ পাওয়া যায়। নিহতরা হলেন– বিনোদ (৪৩), জুবি আব্রাহাম (৩৭) ও তাদের মেয়ে জোহান (১১)।
তবে তারা ওই এলাকার বাসিন্দা নন, থাকেন কেরালার কোট্টায়ামে। পুলিশ বলছে, শনিবার (৯ ডিসেম্বর) কর্ণাটকের কোদাগু এলাকার জঙ্গলে অবস্থিত একটি রিসোর্টে বেড়াতে আসেন তারা। সেখানে তারা আত্মহত্যা করার জন্যই এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, আত্মহত্যা করার আগে মেয়েকে হত্যা করে ওই যুগল। এ নিয়ে তাদের পরিবারের আত্মীয়–স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।