কাতাইব হিজবুল্লাহর কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ইরাক ও সিরিয়ায় ইরানঘনিষ্ঠ আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র অন্তত বাহিনীর ৫টি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় চালানো এ হামলায় অন্তত ২৫ জন নিহত ও ৫১ জন আহত হয়েছে।
রোববার শেষ বেলায় হাশদ আশ-শাবি বাহিনীর ৪৫ ও ৪৬ নম্বর ব্রিগেডের ওপর ড্রোন ব্যবহার করে হামলা চালায় মার্কিন বাহিনী।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এক বিবৃতিতে এ হামলার সত্যতা নিশ্চিত করে বলেছে, তারা হাশদ আশ-শাবির সঙ্গে সংশ্লিস্ট ‘কাতাইব হিজবুল্লাহ’র কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে।এ হামলার জের ধরে ইরাকের সবগুলো মার্কিন ঘাঁটিকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার পরে সাংবাদিকদের জানান, তাদের এফ-১৫ জঙ্গিবিমানগুলো কাতাইব হিজবুল্লাহ সংশ্লিষ্ট ৫টি ঘাঁটিতে হামলা চালিয়েছে।
ঘাঁটিগুলোর মধ্যে তিনটির অবস্থান পশ্চিম ইরাকে, বাকি দুটি সিরিয়ার পূর্বাঞ্চলের, জানিয়েছে পেন্টাগন।
শুক্রবার কিরকুকে ইরাকি সেনাবাহিনীর ঘাঁটিতে এক রকেট হামলায় মার্কিন এক বেসামরিক ঠিকাদার নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছিল।
ইরাক-সিরিয়ায় মার্কিন বিমান হামলার পর ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও ইরানকে সতর্ক করে বলেছেন, মার্কিন নাগরিকদের জীবন হুমকির মুখে থাকলে যুক্তরাষ্ট্রও এভাবে পাল্টা পদক্ষেপ নেবে।