Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 21, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিককানাডায় ছুরিকাঘাতে নিহত ১০

কানাডায় ছুরিকাঘাতে নিহত ১০

কানাডায় ছুরিকাঘাতে নিহত ১০

কানাডায় সাসকাচোয়ান প্রদেশে ছুরিকাঘাতে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ সোমবার সকালে প্রদেশের জেমস স্মিথ ক্রি নেশন এবং ওয়েলডনের কাছাকাছি গ্রামের ১৩টি স্থানে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর আলজাজিরার।

পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন ডেমিয়ান (৩০) ও মাইলস স্যান্ডারসন (৩১) নামের দুই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। একাধিক ব্যক্তির ওপর হামলার পর তারা একটি কালো রঙের নিশান গাড়িতে করে পালিয়ে যায়। সর্বশেষ তাদের প্রাদেশিক রাজধানী রেজিনাতে দেখা গিয়েছিল। পরবর্তী হামলা এড়াতে প্রদেশজুড়ে সতর্কতা জারি করেছে সাসকাচোয়ান পুলিশ।

এক সংবাদ সম্মেলনে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া অনেকে নিজে থেকে বিভিন্ন হাসপাতালে গেছেন।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘এ হামলাগুলো ভয়াবহ এবং হৃদয়বিদারক। সরকার নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আজকের ভয়াবহ হামলায় আমি হতবাক ও বিধ্বস্ত। আজকের এই ঘৃণ্য হামলার জন্য দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’

এক টুইটবার্তায় ট্রুডো নিহতের স্বজনদের সহমর্মিতা জানান।

এদিকে, জেমস স্মিথ ক্রি নেশনে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এপি নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েলডনের পাশের একটি স্থানের বাসিন্দা ডায়ান শিয়ের জানান, রোববার সকালে তিনি তার বাগানে ছিলেন। ওই সময় তার প্রতিবেশীকে হত্যা করা হয়।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment