কাশ্মীরে আবারও নতুন করে উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতি
নতুন করে আবারও উত্তেজনা ভারত এবং পাকিস্তান সীমান্তে।
সীমান্ত সংলগ্ন গ্রামগুলো দুই পক্ষের গোলাগুলিতে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সরিয়ে নেয়া হচ্ছে সাধারণ মানুষকে।
ভারতের দাবি, জম্মু কাশ্মীরের সীমান্ত সংলগ্ন গ্রামগুলো টার্গেট করে শেলিং করছে পাক সেনাবাহিনী।
শুধু গ্রামই নয়, সীমান্ত সংলগ্ন সেনা ছাউনিগুলিকে টার্গেট করছে পাকিস্তান সেনাবাহিনী।
ভারী অস্ত্রের সাহায্যে লাগাতার শেলিং চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনা। প্রত্যাঘাত চলছে ভারতীয় সেনাবাহিনীর তরফেও।
ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন নৌসেরা, রাজৌরি, পুঞ্চ সহ একাধিক সেক্টরে এখন যুদ্ধ পরিস্থিতি।
ভারত সেনাবাহিনী জানায়, শনিবার দুপুরের পর থেকে সীমান্তের ওপার থেকে লাগাতার সীমান্ত সংলগ্ন গ্রাম এবং সেনা ছাউনিগুলিকে পাকিস্তান সেনা টার্গেট করছে।
যেহেতু সাধারণ মানুষকে টার্গেট করছে পাকিস্তান সেনা সেহেতু সীমান্ত সংলগ্ন এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়েছে।
প্রয়োজনে বাঙ্কারে থাকার জন্যেও বলা হয়েছে।
তবে দুপক্ষের গোলাগুলিতে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
এমনকি হতাহতেরও কোনও খবর নেই। এ নিয়ে পাকিস্তান কোনো বিবৃতি দেয় নি।
তবে স্থানীয় মিডিয়ার দাবি, চুক্তি আগে লঙ্ঘন করে ভারত। তারা লাগাতার হামলা চালালে প্রত্যাঘাত করে পাকিস্তানও।