Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
February 15, 2025
হেডলাইন
Homeবিনোদনকিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের অবস্থা ভালো নয়

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের অবস্থা ভালো নয়

কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের অবস্থা ভালো নয়

ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা ভালো নয়। হঠাৎ তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। প্রিয় এই মানুষটিকে নিয়ে চিন্তিত তার পরিবার-এমনটাই জানিয়েছেন এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস।

গতকাল রোরবার রাতে এন্ড্রু কিশোরের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে এক আবেগঘন স্ট্যাটাস দেন তিনি।

মোমিন বিশ্বাস লিখেছেন, ‘কিশোর দা, সারা দিনে যতবার ফোনের ওপাশ থেকে আপনার কণ্ঠটা শুনি আমার কান্না আসে, অঝোরে লুকিয়ে কাঁদি, গোপনে কান্না মুছে বারবার সোজা হয়ে দাঁড়াই, আবার থেমে যাই, দিন যায় মাস যায়। কতদিন দেখি না, কতদিন সকালে ঘুম ভাঙিয়ে রেওয়াজে কেউ বসায় না, কতদিন আদর শাসন আর স্নেহমাখা বকা খাই না! সঙ্গা, সপ্তকের মতো এতটা ভালোবাসা এত স্নেহ আর আদর না দিলেও হয়তো পারতেন। আপনার সুস্থতা চাওয়া ছাড়া পৃথিবীতে এই মুহুর্তে আর কোনো চাওয়া নেই।’

এন্ড্রু কিশোরের বর্তমান অবস্থা জানতে চাওয়া হলে মোমিন বিশ্বাস বলেন, ‘সপ্তাহ খানেক থেকে ভালো নেই দাদা। চিকিৎসকরা নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছেন। এখনো রিপোর্ট এসে পৌঁছায়নি। এ ছাড়া রোববার তাকে এক ব্যাগ রক্তও দিতে হয়েছে।’

মোমিন বিশ্বাস জানান, এ পর্যন্ত তিনটি সাইকেলের কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। এখন চলছে চতুর্থ সাইকেলের কেমোথেরাপি। প্রথম তিন সাইকেলে ১২টি ও চতুর্থ সাইকেলে দুটি মোট ১৪টি কেমোথেরাপি দেওয়া শেষ হয়েছে। চতুর্থ সাইকেলের আরও দুটি থেরাপি বাকি। এরপর আরও দুটি সাইকেল সম্পন্ন করতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন, সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি দিতে হবে দাদাকে। মোটি ১০টি কেমোথেরাপি দেওয়া বাকি এখনো।’

বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এন্ড্রু কিশোর। কিডনি ও হরমোনজনিত সমস্যার কারণে উন্নত চিকিৎসা নিতে গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান বরেণ্য এই সংগীতশিল্পী। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে ক্যানসারের অস্তিত্ব পাওয়া যায়। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হচ্ছে তাকে।

এরই মধ্যে চিকিৎসার খরচ জোগাতে নিজের রাজশাহী শহরে ফ্ল্যাটটিও বিক্রি করে দিয়েছেন এন্ড্রু কিশোর। এ ছাড়া কিংবদন্তি এই শিল্পীর ক্যানসারের চিকিৎসার জন্য সম্প্রতি সংগ্রহ হয় ৫০ লাখ টাকা। আরও অনেক টাকার প্রয়োজন।

 

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment