Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
February 9, 2025
হেডলাইন
Homeনিউ ইয়র্ককুইন্স সাবওয়ে যাত্রীকে ছুরিকাঘাত করা নারীর ছবি প্রকাশ

কুইন্স সাবওয়ে যাত্রীকে ছুরিকাঘাত করা নারীর ছবি প্রকাশ

কুইন্স সাবওয়ে যাত্রীকে ছুরিকাঘাত করা নারীর ছবি প্রকাশ

শুক্রবার পুলিশ এক নারীর সার্ভেইলেন্স ইমেজ প্রকাশ করেছে। তাদের বক্তব্য ঐ নারী বিনা প্ররোচনায় সিট না পেয়ে স্ট্র্যাপ হাঙ্গার ধরে ঝুলে থাকা একজন ট্রেনযাত্রীকে ছুরিকাহত করেছে।

৫৪ বছরের আহত ব্যক্তিটি পুলিশকে বলেন, মঙ্গলবার ম্যানহাটনের এইট এভিনিউ এক্সপ্রেসের ট্রেনটি সকাল আটটার দিকে ব্রড চ্যানেল স্টেশনের কাছাকাছি এসে পৌঁছলে তিনি নারীটিকে একটি সারির সবগুলো সিট দখল করে বসে থাকতে দেখেন। তিনি বসবার জন্য নারীটিকে পা সরিয়ে নিতে বলতেই, নারীটি ক্ষিপ্ত হয়ে তীক্ষ্ম কিছু দিয়ে তাকে আঘাত করে।

আক্রমণকারী নারী ব্রড চ্যানেল স্টেশনে নেমে পড়ে এবং দৌড়ে স্টেশন ছেড়ে পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

চিকিৎসকরা আহত ব্যক্তির শরীরে বেশ কয়েকটি ক্ষতচিহ্নের চিকিৎসা জন্য তাকে সেন্ট জনস এপিস্কোপাল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা করানো হয়।

পুলিশ এখনও সন্দেহভাজন লাল লেদার জ্যাকেট, গোলাপী প্যান্ট এবং কালো লেগিংস ও বাদামি বুট পরা কৃষ্ণাঙ্গ নারীকে খুঁজছে।

কেউ চিনতে পারলে এনওয়াইপিডি ক্রাইম স্টপারদের (৮০০) ৫৭৭-টিআইপিএস-এ কল করে পরিচয় জানিয়ে দেবে আশা করে পুলিশ সার্ভেইলেন্স ছবিগুলো প্রকাশ করেছে।

মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের দ্বারা সংঘটিত এসব সহিংস অপরাধ প্রতিরোধ করতে এনওয়াইপিডি এ বছর সাবওয়েতে পাঁচশতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।❐

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment