কেজিএফ-২-এর হিন্দি স্বত্ব বিক্রি ৯০ কোটি রুপিতে
‘কেজিএফ: চ্যাপ্টার টু’র বিপুল জনপ্রিয়তার প্রেক্ষিতে ৯০ কোটি রুপি দিয়ে এর হিন্দি স্বত্ব কিনেছেন এক্সেল এন্টারটেইনমেন্টের স্বত্ত্বাধিকারী ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি। আর এবার সামনে এলো বিদেশী স্বত্ত্ব বিক্রি নিয়ে খবর! ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, হিন্দি স্বত্ত্বর (রাইটস) মতো বিদেশি স্বত্ত্ব বিক্রিতেও চড়া দাম হাঁকিয়েছেন নির্মাতা ও প্রযোজক।
মূলত রকি সাগা নামে একটি বিদেশী বিতরণকারী সংস্থার (ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানি) কাছে ‘কেজিএফ’ নির্মাতা ৮০ কোটি রুপি দাবি করেছেন। শুধু তাই নয়, প্রাথমিকভাবে নির্মাতা ১১ কোটি রুপি সংস্থাটির কাছ থেকে বায়না হিসেবে পেয়েছেন! বাকি টাকা কিস্তিতে পরিশোধ করবে সংস্থাটি।
‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর জন্য মুখিয়ে আছে ভারতবর্ষের মানুষ। গেল মাসের শুরুতেই মুক্তি পেয়েছে যার টিজার। যা দর্শকদের মাঝে আগ্রহ বাড়িয়ে তুলেছে আরো কয়েক গুণ বেশি। ছবিটিতে দক্ষিণী সুপারস্টার যশের বিপরীতে দেখা যাবে শ্রীনিধি শেঠিকে। সেই সাথে ছবিতে আরো অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডনসহ আরো অনেকে।
চলতি বছরের ১৬ জুলাই মুক্তি পাবে কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ ছবিটি। যেটি ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায় মুক্তি পাবে। যেগুলো হলো কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দি।❐