ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে মন্তব্যে রাশিয়ার তোপের মুখে পোপ
ইউক্রেন যুদ্ধে কিছু কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর সৈনিকরা অন্যান্যদের তুলনায় বেশি বর্বর আচরণ করেছে বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। আর এ মন্তব্যের জেরে তার ওপর খেপেছে রাশিয়া।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেসুইট ম্যাগাজিন ‘আমেরিকা’র সাথে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন পোপ।
সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় কেন তিনি যুদ্ধের জন্য সরাসরি রাশিয়ার প্রতি নিন্দা জানাতে অনীহা প্রদর্শন করেছেন।
জবাবে পোপ বলেন, সাধারণত চেচেন ও বুরিয়াৎ সেনারাই ‘সবচেয়ে বেশি বর্বর’। এছাড়াও ১৯৩০ এর দশকে ইউক্রেনে ক্রেমলিনের কারণে সৃষ্ট দুর্ভিক্ষকে গণহত্যা বলে আখ্যা দেন তিনি।
তিনি বলেন, ‘সাধারণত তারাই সবচেয়ে বেশি বর্বর যারা রাশিয়ান তবে রুশ সংস্কৃতির নয়, যেমন চেচেন ও বুরিয়াৎরা’।
পোপের এ মন্তব্যকে ‘বিকৃতি’ বলে আখ্যা দিয়ে রাশিয়া বলে, সব জাতীয় গোষ্ঠী ‘একটি পরিবার’।
উল্লেখ্য, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে চেচনিয়ার বাসিন্দারা চেচেন বলে পরিচিত। এদের বেশিরভাগই ইসলাম ধর্মাবলম্বী। আর পূর্ব সাইবেরিয়ার বুরিয়াশিয়ার মঙ্গোল নৃগোষ্ঠীর জনগণ বুরিয়াৎ নামে পরিচিত। তারা বৌদ্ধ ও শামানিক বিশ্বাসে বিশ্বাসী।
রাশিয়ায় আলাদা আলাদা নৃতাত্ত্বিক ও ধর্মীয় গোষ্ঠী রয়েছে। তবে দেশটির বেশিরভাগ জনগণ অর্থোডক্স খ্রিস্টান।
সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বলেন, তিনি বেশ কয়েকবার টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ও দূতের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলাপ করেছেন।
সরাসরি পুতিনের নিন্দা না জানানোর ব্যাপারে তিনি বলেন, ‘অনেক সময় আমি কাউকে সরাসরি অপমান করতে চাই না বলে নাম উল্লেখ করি না, যদিও সবাই জানে আমি কার কথা বলছি। সবসময় নাম ও পদবী উল্লেখ করতে হবে এমনটা জরুরী নয়’।
পরে তিনি আরও বলেন, ‘সবাই আমার অবস্থান জানে, পুতিনকে সহ হোক আর তাকে ছাড়া, তার নাম না নিয়েই’।
পোপের এসব মন্তব্যের নিন্দা জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘এটি আর রুশোফোবিয়া নয়। এটি এমন পর্যায়ের বিকৃতি যার কোনও নাম আমার কাছে নেই’।
পরে টেলিগ্রাম অ্যাপে এক পোস্টে তিনি বলেন, ‘বুরিয়াৎ, চেচেন এবং আমাদের বহুজাতিক দেশের অন্য সব প্রতিনিধিদের নিয়ে আমরা একটি পরিবার’।