গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী বাইডেন
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি খুব দ্রুতই হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাতারের দোহায় চলা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হলেও, শিগগিরই যুদ্ধবিরতি চুক্তি সইয়ের আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
শুক্রবার (১৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর পর আগের যেকোনো সময়ের চেয়ে এখন চুক্তি সইয়ের খুব কাছাকাছি পৌঁছেছে।’
আগামীকাল খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানআগামীকাল খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
মধ্যস্থতাকারীদের বক্তব্য স্পষ্টতই একটি ইতিবাচক অগ্রগতি, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে এখনও অনেক পথ যেতে হবে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার যুদ্ধবিরতি জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে বলেছেন, সেখানে কোনো অগ্রগতি হয়নি বরং মধ্যস্থতাকারীরা বিভ্রান্তি সৃষ্টি করছে।
ইসরায়েল বলেছে যে কোনো যুদ্ধবিরতি চুক্তির জন্য বাকি জিম্মিদের মুক্তি দিতে হবে।