গাজায় যুদ্ধবিরতি শুরু
সাত সপ্তাহ ধরে সংঘাতের পর প্রথমবারের মতো আজ শুক্রবার গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় ১৪ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলে হামাসের হামলায় সরকারিভাবে নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ২০০ জন।
আল জাজিরার সরাসরি সম্প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার সকাল সাতটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
বিকেলের দিকে ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবারই সাময়িক এই বিরতি শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বিলম্বিত হয়। যুদ্ধবিরতির প্রথম দিনে ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। আর যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, হামাস চার দিনের মধ্যে গাজা থেকে ৫০ জন জিম্মিকে এবং ইসরায়েল ১৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।