গাজার খবর প্রচার নিয়ে রাজনৈতিক চাপে এএফপি
অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল সংঘাতের খবর প্রচারকে কেন্দ্র করে নিজ দেশে সমালোচনার মুখে পড়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। দেশটির সিনেটে এ বার্তা সংস্থার সম্পাদকীয় নীতির সমালোচনা হয়েছে।
আনাদোলুর এক প্রতিবেদনে বলা হচ্ছে, এএফপির সিইও ফ্যাব্রিস ফ্রাইস গত মঙ্গলবার (১৪ নভেম্বর) ফরাসি সিনেটে উপস্থিত হয়ে সম্পাদকীয় নীতির বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। যেখানে তার বক্তব্য ‘ইসরায়েলপন্থী’ নয় বলে সমালোচিত হয়েছিল।
ফরাসি পত্রিকা লে প্যারিসিয়েনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এএফপি পক্ষপাতদুষ্টের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এছাড়া ফ্রাইস বলেছেন, উদ্ধৃতি ছাড়া বিশেষণ হিসেবে ‘সন্ত্রাসী’ শব্দটি ব্যবহার না করার ‘সম্পাদকীয় নীতি আমি সমর্থন করি’। তার দাবি এএফপির নীতিটি ২০ বছরের পুরোনো। সব সংঘাতের ক্ষেত্রেই এ নীতি প্রযোজ্য। অন্যান্য বার্তা সংস্থাও এটি ব্যবহার করে।
এএফপিকে ফিলিস্তিনের এজেন্ট বলে কটাক্ষ করায় ফ্রাইস এর আগে ১২ নভেম্বর বার্তা সংস্থাটির ওয়েবসাইটে একটি বিবৃতি দেন। হামাস-ইসরায়েল সংঘাত বিষয়ে সম্পাদকীয় নীতির বিষয়ে সমালোচকদের পুরোনো ধ্যান-ধারণা বাদ দিতে বলেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গত দেড় মাসে ইসরায়েলের হামলায় অন্তত ১১ হাজার ৫০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে ৭ হাজার ৮০০ জন নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ২৯ হাজার ২০০ জন। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছেন এক হাজার ২০০ ইসরায়েলি।